শুভেন্দুর দেওয়া ত্রাণসামগ্রী ফিরিয়ে দিলেন দুর্গতদের একাংশ, বিক্ষোভ

ধূপগুড়িতে বন্যা দুর্গতদের ত্রাণ দিলেন শুভেন্দু অধিকারী। কয়েকজন তা ফিরিয়ে দিয়ে অভিযোগ তুললেন—তিনি এলাকা ঘুরে দেখেননি, শুধু ভাষণ দিলেন। মঞ্চের সামনে অসন্তোষ। ত্রান ফেরালেন দুর্গতদের একাংশ। 

জলপাইগুড়ি:  বৃহস্পতিবার উত্তরবঙ্গে এলেন শুভেন্দু অধিকারী। নাগরাকাটায় যাওয়ার আগে এদিন প্রথমে ধূপগুড়ির গধেয়ারকুটি গ্রাম পঞ্চায়েতের কুর্শামারি এলাকায় গিয়েছিলেন শুভেন্দু অধিকারী। সেখানে অস্থায়ী সভামঞ্চে বক্তব্য রাখার পর তিনি দুর্গতদের হাতে ত্রাণ তুলে দেন।

তবে ওই অনুষ্ঠান চলাকালীন স্থানীয়দের একাংশ অভিযোগ করেন, শুভেন্দু অধিকারী কেবল মঞ্চে বক্তব্য রেখেই দায়িত্ব শেষ করতে চাইছেন, অথচ দুর্গত এলাকা ঘুরে দেখেননি। তাঁদের দাবি ছিল, নেতার সঙ্গে সরাসরি সমস্যার কথা বলার সুযোগ পাবেন। কিন্তু সেই সুযোগ না পেয়ে ক্ষোভে ত্রাণ ফিরিয়ে দেন কয়েকজন বানভাসি।

ধূপগুড়িতেই শুভেন্দুকে ঘিরে ‘গো ব্যাক’ স্লোগান এবং ‘চোর চোর’ স্লোগানও ওঠে, যা রাজনৈতিক উত্তেজনা আরও বাড়িয়ে তোলে। বিজেপির দাবি, এই বিক্ষোভ তৃণমূলের প্ররোচনায় ঘটেছে। তবে স্থানীয়দের বক্তব্য, তাঁরা ত্রাণ নয়, সহানুভূতি ও বাস্তব পরিস্থিতির স্বীকৃতি চেয়েছিলেন। দেখুন ভিডিও

About The Author