Flag Adoption Day: দেশের প্রত্যেক বাড়িতে জাতীয় পতাকা উত্তোলনের ডাক প্রধানমন্ত্রীর

দেশ জুড়ে পালিত হচ্ছে Flag Adoption Day। এর মধ্যেই ‘হর ঘর তিরঙ্গা’ অর্থাৎ দেশের প্রতিটি বাড়িতে জাতীয় পতাকা উত্তোলনের ডাক দিলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী।

আজ ২২ জুলাই, ১৯৪৭ সালে আজকের দিনেই গণ পরিষদে এই জাতীয় পতাকা গৃহীত হয়েছিল। তাই আজকের দিনে দেশজুড়ে পালিত হয় Flag adoption day। শুক্রবার সকালে এই নিয়ে দেশবাসীদের উদ্দেশে বার্তা দিতে গিয়ে প্রধানমন্ত্রী মোদী ইতিহাস ঘেঁটে কিছু তথ্য সামনে রেখেছেন। সেই সঙ্গে কেন্দ্র সরকারের একটি বার্তা শেয়ার করেছেন তিনি। বার্তার মাধ্যমে মোদী জানান, স্বাধীনতা দিবসের দু’দিন আগে থেকেই ‘হর ঘর তিরঙ্গা’ অর্থাৎ দেশের ঘরে ঘরে জাতীয় পতাকা উত্তোলন করা হোক। প্রধানমন্ত্রীর শেয়ার করা বার্তার সঙ্গে কিছু ছবিও শেয়ার করেছেন তিনি। সেখানে ভারতের প্রথম প্রধানমন্ত্রীর দ্বারা উত্তোলিত পতাকা এবং জাতীয় পতাকার ইতিহাস লিখিত একটি পাতা তুলে ধরেছেন।

প্রসঙ্গত, ১৯২৩ সালে পিঙ্গালি ভেঙ্কাইয়া তৈরি করেছিলেন ভারতের জাতীয় পতাকা। সেই পতাকা তখন জাতীয় কংগ্রেসের স্বরাজ পতাকা হিসেবে পরিচিতি ছিল। পরে চরখার বদলে চক্রকে জায়গা দেওয়া হয়। ভারতের জাতীয় পতাকা খাদি কাপড়ে তৈরি করতে হয়। জেনে আরও অবাক হবেন, কর্ণাটকের খাদি গ্রামোদ্যোগ সংযুক্ত সংঘ ভারতের একমাত্র জাতীয় পাতাকা উৎপাদনকরী সংস্থা।

About The Author