Firhad Hakim: ‘ধর্মান্ধতার কারণে পাকিস্তান বিশ্বের পিছিয়ে থাকা পাঁচটি দেশের একটি’, সংহতির মঞ্চে ববির বার্তা

কলকাতা: বাবরি শিলান্যাস বিতর্কের মধ্যেই সংহতি দিবসে পাকিস্তান–ভারত তুলনা টেনে ঐক্যের বার্তা দিলেন ফিরহাদ হাকিম; হুমায়ুন কবীরকে ঘিরে রাজনীতি তপ্ত।

শনিবার রাজ্যজুড়ে যখন বাবরি মসজিদের শিলান্যাসকে কেন্দ্র করে উত্তেজনা চরমে, ঠিক সেই সময় কলকাতার মেয়র রোডে তৃণমূল কংগ্রেস উদযাপন করল সংহতি দিবস। সেখানেই বক্তব্য রাখতে গিয়ে কলকাতার মেয়র ফিরহাদ হাকিম বলেন, পাকিস্তান ভারতের একদিন আগে স্বাধীনতা পেলেও ধর্মান্ধতার কারণে আজ বিশ্বের পিছিয়ে থাকা পাঁচটি দেশের মধ্যে রয়েছে, আর ভারত ধর্মনিরপেক্ষতা ও হিন্দু–মুসলিম ঐক্যের শক্তিতে বিশ্বের প্রথম সারির দেশগুলির মধ্যে জায়গা করে নিয়েছে।

তাঁর বক্তব্যের মূল সুর, সম্প্রীতির শক্তি ভুললে চলবে না, বিভেদের রাজনীতি রাজ্যকে পিছিয়ে দেবে। এই মন্তব্যের প্রেক্ষাপট স্পষ্ট, সদ্য সাসপেন্ড হওয়া তৃণমূল বিধায়ক হুমায়ুন কবীরের বাবরি মসজিদ–স্টাইল মসজিদের শিলান্যাস। তৃণমূল নেতৃত্ব আগেই জানিয়েছিল, হুমায়ুন কবীরকে দলবিরোধী কাজের অভিযোগে সাসপেন্ড করা হয়েছে। তবুও তিনি শনিবার মুর্শিদাবাদের বেলডাঙায় শিলান্যাস করেন, যেখানে তাঁর দাবি অনুযায়ী প্রায় চার লক্ষ মানুষ উপস্থিত ছিলেন।

অন্যদিকে বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী অভিযোগ করেন, তৃণমূল প্রশাসনের মদদ ছাড়া এমন শিলান্যাস সম্ভব নয়। তাঁর দাবি, সরকার ইচ্ছাকৃতভাবে বিভেদের রাজনীতি প্রশ্রয় দিচ্ছে। ফিরহাদ হাকিম অবশ্য স্পষ্ট করেছেন, দল কোনওভাবেই ধর্মীয় মেরুকরণকে সমর্থন করে না এবং হুমায়ুন কবীরকে আগেই সতর্ক করা হয়েছিল। সংহতি দিবসের মঞ্চ থেকে তিনি বার্তা দেন—বাংলার শক্তি ঐক্যে, বিভেদে নয়।

About The Author