রাতে ধানের পুঞ্জিতে আগুন লেগে পুড়ে গেল ৩ বিঘা জমির ফসল। কিভাবে আগুন লাগল, না কেউ লাগিয়েছে, বুঝে উঠতে পারছেন না কেউই। রাজগঞ্জের কুকুরজান অঞ্চলের তসরপাড়া এলাকার ঘটনায় চাঞ্চল্য।
স্থানীয় কৃষক বীরেন্দ্রনাথ রায় অন্যের জমিতে ধার দেনা করে ধানের চাষ করেছিলেন। জমি থেকে ধান নিয়ে এসে বাড়ির পাশে মাঠে মজুদ করে রেখেছিলেন। রবিবার রাতের অন্ধকারে সেই পুঞ্জিতে আগুন লেগে যায়। পুড়ে গিয়েছে ফসল। কেউ ইচ্ছে করে লাগিয়েছে কিনা ধরতে পারছেন না পরিবারের কেউ।
রবিবার রাত ১১টা নাগাদ পাশের গ্রাম থেকে বাড়ি ফিরছিলেন পাড়ার এক বাসিন্দা। সেসময় ধানের গাদায় আগুন দেখে তিনি বাড়ির লোকজনকে খবর করেন। এরপরে এলাকাবাসীর চেষ্টায় আগুন নেভানো হয়। ঘটনার তদন্ত করছে রাজগঞ্জ থানার পুলিশ।
এলাকার পঞ্চায়েত বলছেন, সম্ভবত কেউ ইচ্ছে করে এই কাজ করেছে। এর আগেও ওই অঞ্চলে ফাউতিয়া পাড়া এলাকায় প্রায় ১ বছর আগে জমির ওপর ধানের পুঞ্জিতে কেউ আগুন লাগিয়ে দিয়েছিল। রবিবার রাতের ঘটনায় এলাকায় চাঞ্চল্য।