হায়দ্রা‌বাদে চারমিনারের কাছে ভবনে আগুন, অন্তত ১৭ জনের মৃত্যু

অগ্নিকাণ্ডে দুই শিশু-সহ অন্তত ১৭ জনের মৃত্যু হয়েছে বলে জানিয়েছে সংবাদ সংস্থা এএনআই


হায়দ্রা‌বাদে চারমিনারের কাছে একটি ভবনে আগুন। দুই শিশু-সহ অন্তত ১৭ জনের মৃত্যু হয়েছে বলে জানিয়েছে সংবাদ সংস্থা এএনআই। তবে হতাহতের সংখ্যা আরও বাড়ার আশঙ্কা রয়েছে। চলছে উদ্ধারকাজ। আহতেরা হাসপাতালে চিকিৎসাধীন।

রবিবার সকাল ৬টা নাগাদ পুরনো হায়দ্রা‌বাদ শহরে চারমিনারের কাছে ‘গুলজার হাউস’ নামের বাড়িটিতে আগুন লাগে। দমকলের ১১টি ইঞ্জিন আগুন নিয়ন্ত্রণে আনে। বেশ কয়েক জনকে নিরাপদে বাড়ির বাইরে বার করে আনা সম্ভব হয়েছে। তবে এখনও অনেকে ভিতরে আটকে রয়েছেন। আগুন কিছুটা নিয়ন্ত্রণে আসার পর শুরু হয়েছে উদ্ধারকাজ। ঘটনাস্থলে গিয়েছে উদ্ধারকারী দল। উদ্ধারকাজে তদারকি করছেন স্থানীয় বিধায়ক।

কী কারণে এই অগ্নিকাণ্ডের ঘটনা, তা এখনও স্পষ্ট নয়। প্রাথমিক ভাবে মনে করা হচ্ছে, ঘিঞ্জি ওই এলাকায় বৈদ্যুতিক লাইনে শর্ট সার্কিট হওয়ার ফলেই আগুন লাগে। বাড়িটির নীচে সোনার অলঙ্কারের বেশ কয়েকটি দোকান ছিল। দোকানদারদের পরিবারের সদস্যেরা থাকতেন বাড়িটির উপরতলায়। উদ্ধারকাজের অগ্রগতি নিয়ে মন্ত্রীদের কাছে জানতে চান তেলঙ্গানার মুখ্যমন্ত্রী রেবন্ত রেড্ডি।

About The Author