Rajganj: জুট মিলের পাশে আগুন, ধোঁয়ায় ভরল চারিদিক

রাজগঞ্জ: জাতীয় সড়কের পাশে জুটমিলের সামনে আগুন রাজগঞ্জের ফাটাপুকুর টোল গেট সংলগ্ন এলাকায়। পাট প্রক্রিয়াকরনের পর ফেলে দেওয়া জিনিস মজুদ করা ছিল শিলিগুড়ি জলপাইগুড়ি জাতীয় সড়ক লাগোয়া পাশের জমিতে। শনিবার সকালে সেখানেই আগুন লাগল। খবর পেয়ে ঘটনাস্থলে ছুটে আসে দমকলের ২টি ইঞ্জিন এবং রাজগঞ্জ থানার পুলিশ।

জুট মিলের দায়িত্বে থাকা এক ব্যক্তি জানান, আগুন লাগার সঠিক কারণ জানা যায়নি। জুট মিল থেকে ফেলে দেওয়া জিনিস সেখানে রাখা হয়। কিভাবে আগুন লাগল তা দেখতে হবে।

শিলিগুড়ি জলপাইগুড়ি জাতীয় সড়ক লাগোয়া রাজগঞ্জের জুট মিলের পাশে সকাল পৌনে এগারোটা নাগাদ ধোঁয়া দেখতে পান স্থানীয়রা। খবর পেয়ে সেখানে ফুলবাড়ি থেকে একটি দমকলের ইঞ্জিন ছুটে আসে। পরে আরও একটি ইঞ্জিন ঘটনাস্থলে যায়। অগ্নিকাণ্ডের জেরে এলাকায় আতঙ্ক। ঘন ধোঁয়ায় ঢেকেছে চারিদিক।

অন্যদিকে, শনিবার সকালে শিলিগুড়ি শহরে ৩২ নং ওয়ার্ডে অশোকনগরের একটি বাড়িতে আগুন লাগে। সেখানে যান গৌতম দেব। জানা গিয়েছে, রান্না করার সময় অসাবধানতাবশত আগুন লেগে যায়। ঘরটি ছাড়া ক্ষয়ক্ষতি তেমন কিছু হয়নি। 

About The Author