শিলিগুড়ি: চলন্ত বাসের পর এবার স্কুল পড়ুয়া বোঝাই পুলকারে আগুন। দাও দাও আগুনে জ্বলে পুড়ে ছাই গোটা গাড়ি। মঙ্গলবার শিলিগুড়ির মাটিগাড়ার একটি স্কুলের ছাত্রদের নিয়ে ঘরে ফিরছিল একটি পুলকার। আচমকাই গাড়িটিতে আগুন লেগে যায়।
কিছুক্ষনের মধ্যেই গাড়িটি সম্পূর্ন ভষ্মীভূত হয়ে যায়। আগুন লাগার কারণ জানা না গেলেও অভিভাবকদের অভিযোগ, এই বেসরকারি স্কুলে দীর্ঘদিন ধরেই এমন ফিটনেস বিহীন গাড়ি চালানো হচ্ছে। অনেক সময় সমস্যার সম্মুখীন হতে হচ্ছে স্কুল পড়ুয়াদের। আজ ঠিক তেমনি যান্ত্রিক কারনেই হয়ত আগুন লাগে গাড়িটিতে।
তবে এই আগুনের ঘটনায় যদি কোনও বাচ্চার ক্ষতি হত তাহলে সেই দায়ভার স্কুল কর্তৃপক্ষ-নিজেদের জিম্মায় নিত কি না সেই প্রশ্ন তুলছেন অভিভাবকরা। অপরদিকে স্কুল কর্তৃপক্ষের তরফে এই বিষয়ে তেমন সদুত্তর মেলেনি। যদিও গাড়িতে থাকা ১৪জন স্কুলছাত্রদের কোন ক্ষতি হয়নি।
গাড়িতে আগুন লাগার পরই ভেতর থেকে তৎক্ষণাৎ চালকের তৎপরতায় বের করা হয় পড়ুয়াদের। স্থানীয়দের প্রচেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আনার চেষ্টা চালানো হয়। ঘটনাস্থলে পৌঁছায় দমকলের একটি ইঞ্জিন এবং প্রধান নগর থানার পুলিশ। এই ঘটনা জানাজানি হতেই স্কুল কর্তৃপক্ষ ও স্কুল পড়ুয়াদের অভিভাবকরা ঘটনাস্থলে পৌঁছায়। এই ঘটনার পর আতঙ্ক ছড়িয়ে পড়ে গোটা এলাকায়, এবং ভয়গ্রস্ত হয় স্কুল পড়ুয়ারা।

