Nirmala Sitharaman: ব্যবসায়ীদের থেকে তোলা আদায়ের অভিযোগ, অর্থমন্ত্রীর বিরুদ্ধে হতে পারে FIR

নির্বাচনী বন্ডের নামে ব্যবসায়ীদের থেকে তোলা আদায়ের অভিযোগ। কেন্দ্রীয় অর্থমন্ত্রীর বিরুদ্ধে FIR করতে নির্দেশ দিল আদালত।

বেঙ্গালুরুর একটি বিশেষ আদালত নির্বাচনী বন্ডের মাধ্যমে ‘চাঁদাবাজি’র অভিযোগে কেন্দ্রীয় অর্থমন্ত্রী নির্মলা সীতারমনের বিরুদ্ধে এফআইআর দায়ের করার নির্দেশ দিয়েছে।

জনাধিকার সংগ্রাম সংগঠনের (জেএসপি) এক কর্মকর্তার অভিযোগ, নির্মলা সীতারামন এবং অন্যদের বিরুদ্ধে নির্বাচনী বন্ডের আড়ালে একটি চাঁদাবাজির র‌্যাকেট পরিচালনা করছিলেন৷

বেঙ্গালুরুতে দায়ের করা একটি অভিযোগ শুধুমাত্র নির্মলা সীতারমন নয়, বিজেপি সভাপতি জেপি নাড্ডার নামেও অভিযোগ জমা পড়েছে৷ তালিকায় সামিল কর্ণাটকের বিজেপি নেতা নলিন কুমার কাটিল এবং বি ওয়াই বিজয়েন্দ্র।

অভিযোগ, কর্পোরেট সংস্থাগুলিকে চাপের কৌশল হিসাবে এনফোর্সমেন্ট ডিরেক্টরেট (ইডি) দ্বারা পরিচালিত অভিযানের উদ্ধৃতি দিয়ে হাজার হাজার কোটি টাকার নির্বাচনী বন্ড কিনতে বাধ্য করা হয়েছিল। এই নির্বাচনী বন্ডগুলি কথিতভাবে জাতীয় এবং রাজ্য উভয় স্তরের বিজেপি নেতাদের দ্বারা নেওয়া হয়েছিল৷

দাবি করা হয়েছে, নির্বাচনী বন্ড, রাজনৈতিক উদ্দেশ্য সাধন করতে অবৈধ তহবিল সংগ্রহের একটা মাধ্যম হিসেবে কাজ করছিল। সীতারামন এবং অন্যান্য বিজেপি নেতারা এই প্রক্রিয়ার সাথে জড়িত৷ যদিও বিজেপি নির্মলা সীতারমনের হয়ে বলেছে, এমন অভিযোগ রাজনৈতিক উদ্দেশ্যপ্রণোদিত এবং নির্বাচনী বন্ড ইস্যুটি একটি নীতিগত বিষয়, অপরাধমূলক নয়।

About The Author