শিক্ষার্থীদের কাঁওড় যাত্রা ছেড়ে পড়াশোনায় মনোযোগ দিতে বলায় শিক্ষকের বিরুদ্ধে FIR

বরেলি: ‘মহাদেবের জন্য কাঁধে জল না টেনে পড়াশুনায় মন দাও, নেশায় বুঁদ না হয়ে ভালো মানুষ তৈরি হও’, কাঁওড় যাত্রা নিয়ে পড়ুয়াদের উপদেশ দিয়ে বিপাকে এক স্কুলশিক্ষক।

কাঁধে ভারি বোঝা টেনে কি মানুষ শিক্ষিত হয়, মহাদেবের ভক্ত হয়ে গাঁজা টেনে ভালো কিছু হয়? স্কুল প্রাঙ্গনে পড়ুয়াদের নিজের লেখা কবিতা শুনিয়ে এমনই যুক্তি বোঝাচ্ছিলেন শিক্ষক রাজনীশ গঙ্গোয়ার। তাঁর সেই ভিডিও ভাইরাল হতেই তাঁর বিরুদ্ধে অভিযোগ জমা পড়েছে থানায়। ঘটনা উত্তরপ্রদেশের বরেলি জেলার।

ভিডিওতে দেখা যাচ্ছে, কাঁওড় যাত্রার প্রসঙ্গ তুলে তিনি ছাত্রদের শিক্ষার আলো জ্বালাতে উৎসাহিত করছেন। গানের কথাগুলি ছিল: “কাঁওড় নিয়ে যেও না, জ্ঞান দীপ জ্বালাও, মানবতার সেবা করে সত্যিকারের মানুষ হয়ে উঠো।” এই বক্তব্যকে ‘আপত্তিকর’ বলে দাবি করে স্থানীয় এক কর্পোরেটর ও বিজেপির কয়েকজন নেতা পুলিশের কাছে অভিযোগ জানান, যার ভিত্তিতে গত রাতে শিক্ষকের বিরুদ্ধে মামলা দায়ের করা হয়।

বাহেরি সার্কেল অফিসার অরুণ কুমার সিং জানান, “শিক্ষকের কবিতার মাধ্যমে কাঁওড় যাত্রা নিয়ে আপত্তিকর মন্তব্য করার অভিযোগে আমরা মামলা নিয়েছি এবং তদন্ত চলছে।” ভাইরাল হওয়া একটি ভিডিওতে দেখা যায়, বাহেরি থানার এলাকার MGM ইন্টার কলেজে শিক্ষার্থীদের সামনে তিনি গানটি পরিবেশন করছেন।

জেলা স্কুল পরিদর্শক অজিত কুমার সিংয়ের মতে, ভিডিওটি পুরনো হলেও কাঁওড় যাত্রার সময় সেটি আবার ছড়িয়ে দেওয়া হয়েছে, যা জনসাধারণের আবেগকে উসকে দেওয়ার চেষ্টা হতে পারে। শিক্ষক এ বিষয়ে একটি ব্যাখ্যাও দিয়েছেন বলে সূত্রে জানা গেছে।

About The Author