সুইসকে ৬-১ গোলে উড়িয়ে কোয়ার্টার ফাইনালে পর্তুগাল, হ্যাটট্রিক রামোসের

সুইৎজারল্যান্ডকে ৬-১ গোলে গো-হারা হারিয়ে শেষ আটে উঠে এল পর্তুগাল। দলের হয়ে হ্যাটট্রিক করেন গনজালো রামোস। সুইৎজারল্যান্ডের বিরুদ্ধে প্রি-কোয়ার্টার ফাইনালের ম্যাচের শুরুতে মাঠে ছিলেন না ক্রিশ্চিয়ানো রোনাল্ডো। ফর্ম মনঃপুত না হওয়ায় তাঁকে প্রথমে মাঠে নামাননি পর্তুগালের কোচ ফের্নান্দো সান্তোস। কিন্তু তাতে কোন প্রভাব পড়েনি পর্তুগালের খেলায়।

ম্যাচের ১৭ মিনিটে প্রথম গোল পায় পর্তুগাল। বাঁদিকের কোণ থেকে জোরালো শটে গোলকিপারের প্রতিরোধের চেষ্টা ব্যর্থ করেন গনজালো রামোস। ৩৩ মিনিটে আবার গোল খেয়ে বসে সুইৎজারল্যান্ড। কর্নার থেকে দারুণ হেডে গোল করেন ডিফেন্ডার পেপে।

প্রথমার্ধের শেষ লগ্নে সুইজারল্যান্ডের সাকিরি ও জাকা চেষ্টা করলেও পর্তুগালের গোল শোধ করতে পারেনি। ৫০ মিনিটে তৃতীয় গোল দেয় পর্তুগাল। গোল করেন সেই গনজালো রামোস। এরপর পর্তুগিজ ফুটবলাররা যেন গোলের নেশায় মেতে ওঠে। পাঁচ মিনিট পরই চতুর্থ গোল দেয় পর্তুগাল। এবার গোল করেন রাফায়েল গুয়েরেইরো।

৫৮ মিনিটে এসে পর্তুগালের গোলে বল ঢোকাতে সক্ষম হয় সুইৎজারল্যান্ড। গোলটি করেন ২৭ বছর বয়সী সুইস ফুটবলার ম্যানুয়েল আকাঞ্জি। তবে মরিয়া পর্তুগালকে থামানো সহজ ছিলনা। ৬৬  মিনিটে নিজের ফের গোল করেন গনজালো রামোস। ম্যাচে হ্যাট্রিক করেন রামোস।

অবশেষে ৭৪ মিনিটে বদলি হিসেবে মাঠে নামানো হয় রোনাল্ডোকে। মাঠে ১০ মিনিট পর রোনাল্ডো একটি গোল করেন তবে সেটি বাতিল হয়। এরপর একের পর এক সুযোগ তৈরি করেছে পর্তুগাল, কিন্তু তা থেকে গোল হয়নি। তবে অতিরিক্ত সময়ের প্রথম মিনিটে রাফায়েল লিয়াও একটি গোল করেন। ৬-১ গোলে সুইসদের তাড়িয়ে কোয়ার্টার ফাইনালে উঠে পড়ল পর্তুগাল।

 

About The Author