FIFA World Cup: কোয়ার্টার ফাইনালে আর্জেন্টিনা, কেরিয়ারের ১০০০-তম ম্যাচ মেসির

বিশ্বকাপের শেষ ষোলোয় অস্ট্রেলিয়াকে ২-১ গোলে হারিয়ে কোয়ার্টার ফাইনালে পৌঁছে গেল আর্জেন্টিনা। আর্জেন্টিনার হয়ে গোল করলেন মেসি এবং জুলিয়ান আলভারেস। এদিকে এনজো ফের্নান্দেসের আত্মঘাতী গোলে অস্ট্রেলিয়ার লাভ হয়েছিল। তাতে অবশ্য জিততে সমস্যা হল না আর্জেন্টিনার।

অন্যদিকে, নিজের কেরিয়ারের ১০০০তম ম্যাচ খেলতে নেমে সমর্থকদের হতাশ করলেন না মেসি। গোটা ম্যাচ জুড়ে দাপটে খেললেন তিনি। সেই সঙ্গে বিশ্বকাপে নিজের নবম গোল করে ফেললেন মেসি। মারাদোনাকেও টপকে গেলেন মেসি। মেসি ম্যাজিকে মুগ্ধ অনুরাগীরা।

খেলার শুরু থেকেই বলের দখল ছিল আর্জেন্টিনার কাছে। পরপর কয়েকবার সুযোগ তৈরি হয়েছিল তবে তা কাজে লাগেনি। খেলার ৩৫ মিনিটের মাথায় মেসিকে ফাউল করায় ফ্রিকিক পায় আর্জেন্টিনা। ফ্রিকিক থেকে সরাসরি গোল না হলেও ফিরতি বল পান মেসি। দি পলের সঙ্গে দেওয়া নেওয়া করে বক্সে ঢুকে বাঁ পায়ের মাটি ঘেঁষা শটে গোল করে আর্জেন্টিনাকে এগিয়ে দেন মেসি। প্রথমার্ধে আর গোল আসেনি। ১-০ গোলে এগিয়ে বিরতিতে যায় আর্জেন্টিনা।

খেলার দ্বিতীয়ার্ধে ৫৭ মিনিটের মাথায় ২-০ গোলে এগিয়ে যায় আর্জেন্টিনা। এবারে গোল করেন জুলিয়ান আলভারেস। চেষ্টা করেও পারছিল না অস্ট্রেলিয়া। ৭৭মিনিটের মাথায় এনজো ফের্নান্দেসের আত্মঘাতী গোল। বক্সের বাইরে থেকে জোরালো শট মারেন অস্ট্রেলিয়ার গুডউইন। বক্সের মধ্যে ফের্নান্দেসের মাথায় লেগে বলের দিক বদলে যায়। কিছু করার ছিল না গোলরক্ষক এমিলিয়ানো মার্তিনেসের।

About The Author