২০১৪ সালের পরে আবার বিশ্বকাপের ফাইনালে পৌঁছে গেলেন লিওনেল মেসি। এদিন ক্রোয়েশিয়াকে ৩-০ গোলে হারিয়ে ফাইনালে নিজেদের জায়গা পাকা করল আর্জেন্টিনা।
লুসাইল স্টেডিয়ামে মঙ্গলবার সেমিফাইনালে মুখোমুখি হয়েছিল আর্জেন্তিনা এবং ক্রোয়েশিয়া। এদিন ম্যাচের প্রথম গোলটি করেন মেসি। ম্যাচের ৩৪ মিনিটে পেনাল্টি থেকে গোল করেন তিনি। বিশ্বকাপে আর্জেন্টিনার হয়ে সর্বাধিক গোল করার রেকর্ড করলেন লিওনেল মেসি। এপর্যন্ত ১১টি গোল করলেন বিশ্বকাপের মাঠে।
৩৯ মিনিটে আর্জেন্টিনার হয়ে গোল করেন অ্যালভারেজ। খেলার প্রথমার্ধে ২-০ গোলে পিছিয়ে থাকল ক্রোয়েশিয়া। ম্যাচের ৬৯ মিনিটে আবার গোল করলেন অ্যালভারেজ। মেসির সাহায্য নিয়ে গোল করলেন অ্যালভারেজ। মিনিট পাচেক বাদে অ্যালভারেজের বদলি হিসাবে মাঠে নামলেন দিবালা। নির্ধারিত সময়ের মধ্যেই ৩-০ গোলে ম্যাচ জিতে নেয় আর্জেন্তিনা। ২০১৪ সালের পরে আবারও বিশ্বকাপের ফাইনালে উঠল মেসির আর্জেন্তিনা।
https://twitter.com/FIFAWorldCup/status/1602769111523774467