শিলিগুড়ি: বাবার বন্ধুর হাতেই ধর্ষনের শিকার ১৪ বছরের নাবালিকা। নিউ জলপাইগুড়ি রেলইয়ার্ডে একটি ফাঁকা রেল বগিতে ঘটল এমন কাণ্ড!
অভিযুক্ত ব্যক্তি নাবালিকার বাবার বন্ধু। সেই সুত্রেই দুই পরিবারে নিত্য আলাপ। যাতায়াত ছিল দুই বাড়িতেই। সেই পরিচয় কাজে লাগিয়েই এই কাণ্ড ঘটায় অভিযুক্ত। রেল থানায় (GRP) অভিযোগ দায়ের হয়েছে।
লিখিত অভিযোগ অনুযায়ী জানা গেল, সোমবার দুপুরে এনজেপিতে নিজের বাড়িতে একাই ছিল ওই নাবালিকা। সেই সময় অভিযুক্ত নাবালিকার বাবার বন্ধু ব্যক্তিটি বাড়িতে ঢুকে নাবালিকাকে তার মায়ের কাছে নিয়ে যাবে বলে জোর করে টোটোতে তুলে নেয়।
অভিযোগ, এরপর রেল ইয়ার্ডের একটি ফাঁকা রেলবগিতে গামছা দিয়ে হাত-মুখ বেঁধে নির্যাতন করে। কোনওমতে নাবালিকা সেখান থেকে পালিয়ে যায়। এদিকে, মা বাড়িতে এসে মেয়েকে না দেখে রাস্তায় বেড়িয়ে দেখে মেয়ে কাঁদছে। ব্যাপার কি? জিজ্ঞেস করতেই খুলে বলে সবটা।
এরপরেই নাবালিকার পরিবারের তরফে এনজেপি GRP থানায় অভিযোগ দায়ের করা হয়। স্থানীয়দের মধ্যে এই ঘটনার পর ক্ষোভ ও আতঙ্ক ছড়িয়ে পড়েছে। শিশু ও কিশোরীদের নিরাপত্তা নিয়ে প্রশ্ন তুলছেন অভিভাবকরা। রেলইয়ার্ডের মত এলাকায় পর্যাপ্ত নজরদারি না থাকার বিষয়েও অভিযোগ তুলেছেন সবাই।
প্রশাসনের তরফে জানানো হয়েছে, রেল এলাকা ও সংলগ্ন অঞ্চলে নজরদারি আরও বাড়ানো হবে এবং দোষীর বিরুদ্ধে কড়া ব্যবস্থা নেওয়া হবে। এই ঘটনার ন্যায়বিচার নিশ্চিত করতে প্রশাসনের সক্রিয় ভূমিকাও প্রত্যাশা করছেন এলাকাবাসী।

