‘হবু জামাই’ ভেবে শারীরিক সম্পর্ক! টাকা-গয়না নিয়ে ফেরার, মুম্বই থেকে গ্রেপ্তার

রাজগঞ্জ: ম্যাট্রিমনি সাইটে যোগাযোগ। বিয়ের জন্য পাকা কথা বলে তাঁকে দেওয়া নগদ টাকা, গয়না নিয়েই শেষঅবধি বেপাত্তা। এমনকি, বিয়ের কথা বলে ‘হবু জামাই’ শারীরিক সম্পর্কও করে বলে অভিযোগ। রাজগঞ্জ থানায় জানাতেই মহারাষ্ট্র থেকে তুলে নিয়ে এল পুলিশ। রাজগঞ্জের ফাটাপুকুরের এক মহিলার সঙ্গে বিয়ের কথা বলে অভিযুক্ত ‘প্রতারণা’ করেছে বলে অভিযোগ উঠেছে। অভিযুক্তের বিরুদ্ধে ধর্ষণ, প্রতারণা সহ একাধিক মামলা রুজু হয়েছে।

জানা গিয়েছে, বিয়ের জন্য ম্যাট্রিমনি সাইটে নিজের নাম ঠিকানা দিয়েছিলেন ফাটাপুকুরের ওই মহিলা। তবে তিনি যে অজান্তেই আমন্ত্রন করে ফেলেছিলেন আপদ’কে, সেটা আগে বুঝতে পারেননি। সাইটে দেওয়া তথ্য সূত্রে মহারাষ্ট্র থেকে রাজগঞ্জে হাজির হয়েছিল এক যুবক। পড়ে দেখাশোনা করে বিয়ের কথা পাকা হয়। বিয়ের আগের সব প্রস্তুতি সাড়া হয়ে যায়। হবু জামাইয়ের জন্য সোনার অলঙ্কার থেকে শুরু অন্য সব যাবতীয় জিনিসপত্র দেওয়া হয়। দেওয়া হয় ২ লক্ষ টাকাও। মহিলার অভিযোগ, তাঁর সঙ্গে শারীরিক সম্পর্ক অবধি করে ওই ব্যক্তি। এরপর শুধু বিয়েটাই বাকি ছিল। এরমধ্যে হঠাৎ করে পাত্র গায়েব। সঙ্গে করা টাকা গয়না সব নিয়ে সরে পড়ে অভিযুক্ত।

এরপর, রাজগঞ্জ থানায় লিখিত অভিযোগ জানানো হয়। পুলিশ জানতে পারে, অভিযুক্তের দিল্লি এবং মুম্বইয়ে ঠিকানা রয়েছে। খবর নিয়ে মহারাষ্ট্রের ঝালনা সদর বাজার এলাকায় অভিযান চালায় পুলিশ। পুলিশ আধিকারিক মনসুরউদ্দিনের নেতৃত্বে এলাকায় অভিযান চলে। জানা যায়, অভিজুক্ত স্থানীয় একটি হোটেলের ম্যানেজার। এরপর গ্রাহক সেজে তথ্য নিয়ে অভিযুক্তকে চেপে ধরে পুলিশ। গত ১৪ অগাস্ট সেখান থেকে অভিযুক্তকে টেনে তুলে নিয়ে আসা হয় সদরগঞ্জ থানায়। স্থানীয় আদালতে ৭ দিনের রিমান্ড চেয়ে জেরা করে সব বিষয় জানতে পারে পুলিশ। অভিযুক্তের বিরুদ্ধে ধর্ষণ, প্রতারণা সহ একাধিক মামলা রুজু হয়েছে। বৃহস্পতিবার রাজগঞ্জ থানায় এনে জলপাইগুড়ি আদালতে তোলা হয়। তদন্ত করে আরও তথ্য জানার চেষ্টা করছে রাজগঞ্জ পুলিশ।

About The Author