জাতীয় সড়কে ট্রাফিক সিগন্যাল না মানার মাশুল! বাইক দুর্ঘটনায় গুরুতর জখম দুই যুবক

রাজগঞ্জ: ট্রাফিক সিগন্যাল উপেক্ষা করে এগিয়ে যেতেই মারাত্মক ঘটনা। চলন্ত গাড়ির মুখে পড়ল বাইক। গুরুতর আহত বাইকে থাকা দুই যুবক।

ফাটাপুকুর ট্রাফিক মোড়ে ফের ঘটল দুর্ঘটনা। স্থানীয়দের দাবি, এবারের ঘটনাটি সম্পূর্ণভাবেই বাইক চালকের গাফিলতির কারণে। শুক্রবার দুপুরে শিলিগুড়ির দিক থেকে আসা একটি বাইক ট্রাফিক সিগনাল উপেক্ষা করে সামনে এগিয়ে যায়। সেই সময় উলটো দিক থেকে আসছিল একটি টাটা এসি ম্যাজিক গাড়ি। মুখোমুখি সংঘর্ষে গুরুতর জখম হন বাইকে থাকা দুই যুবক।

প্রত্যক্ষদর্শীদের মতে, সিগন্যালের জন্য গাড়িগুলি দাঁড়িয়ে ছিল। কিন্তু বাইকটি নিয়ম ভেঙে দ্রুতগতিতে এগিয়ে যায় এবং সামনের দিক থেকে আসা টাটা এসি গাড়ির সঙ্গে সজোরে ধাক্কা মারে। ধাক্কার ফলে দুই যুবক বাইক থেকে ছিটকে পড়েন রাস্তায়। তাঁদের শরীরে কমবেশি চোট লেগেছে। বিশেষ করে পিছনে বসা যুবকের অবস্থা আশঙ্কাজনক বলে জানিয়েছেন স্থানীয়রা।

ঘটনার পরই এলাকায় চাঞ্চল্য ছড়ায়। আহতদের দ্রুত উদ্ধার করে হাসপাতালে পাঠানো হয়েছে। তবে তাঁদের নাম-পরিচয় এখনও প্রকাশ্যে আসেনি। স্থানীয়দের বক্তব্য, এই দুর্ঘটনার জন্য সম্পূর্ণ দায়ী বাইক চালকের অসতর্কতা। ট্রাফিক সিগনাল অমান্য করার ফলেই এমন মর্মান্তিক ঘটনা ঘটেছে।

About The Author