ফাটাপুকুর: রাস্তা তো নয়, যেন নদী খাত! ভোট এলেই মেরামতের প্রতিশ্রুতি মেলে। কিন্তু ভোট পেরোলেই এলাকায় নেতাদের দেখা পাওয়া যায় না। সামনেই পঞ্চায়েত ভোট। তাই বেহাল রাস্তা মেরামতের দাবি নিয়ে ফের সরব হলেন গ্রামবাসীরা। পঞ্চায়েতের সামনেই ভোট বয়কটের হুমকি দিয়ে দিলেন; ‘রাস্তা দিলে ভোট হবে, নাহলে কোনও ভোট নাই!’ ফাটাপুকুর সংলগ্ন পানিকাউরি নয়াবাড়ি এলাকার ঘটনা। এলাকার পঞ্চায়েত সদস্য প্রশাসনের অসহযোগিতাকে দায়ী করলেন।
রাজগঞ্জ ব্লকের পানিকৌড়ি গ্রাম পঞ্চায়েতের নয়াবাড়ি গ্রামের রাস্তাটি বেশ কয়েক বছর ধরে বেহাল হয়ে পড়ে আছে। শুধু তাই নয়, রাস্তা কেটে যেন খাল তৈরি হয়েছে। স্থানীয়রা জানান, প্রতিদিন এই রাস্তা দিয়ে বহু মানুষ যাতায়াত করেন। রাস্তা বেহাল থাকায় যাতায়াতে ভীষণ অসুবিধা গ্রামবাসীদের। বর্ষার সময় রাস্তায় জল-কাদার সমস্যা। এলাকাবাসীর অভিযোগ শুনতে এদিন গিয়েছিলেন স্থানীয় পঞ্চায়েত সদস্য নরেশ রায়। তাঁর সামনেই স্থানীয়রা ভোট বয়কটের হুমকি দিলেন। তাঁদের স্পষ্ট বক্তব্য, আসছে পঞ্চায়েত ভোটের আগে রাস্তা মেরামত না করা হলে ভোট বয়কট করা হবে। এই বিষয়ে স্থানীয় পঞ্চায়েত সদস্য নরেশ রায় বলেন, গ্রামবাসীদের অভিযোগ একাধিকবার জানানোয় হয়েছে। কিন্তু কেউ কর্ণপাত করছেন না। কদিন বাদে গ্রাম সংসদের বৈঠকে ফের এই দাবি তোলা হবে বলে তিনি জানান।