রাজগঞ্জ: রাজগঞ্জের ফাটাপুকুরে পেট্রোল পাম্প সংলগ্ন জাতীয় সড়ক ক্রমশই মারণফাঁদ হয়ে উঠছে। বুধবার বাজার নিয়ে বাড়ি ফেরার পথে জাতীয় সড়কে গাড়ির ধাক্কায় আহত হল এক কিশোর। ঘটনার পরেই পথচারীদের নিরাপত্তা নিয়ে প্রশ্ন তুলেছেন স্থানীয় বাসিন্দারা।
ফাটাপুকুরে গাঁঠিয়াগছ সংলগ্ন পেট্রলপাম্পের সামনে জাতীয় সড়কে মাঝেমধ্যেই দুর্ঘটনা ঘটছে। বুধবার সকালে বাজার নিয়ে সাইকেলে বাড়ি ফেরার পথে একটি ছোট চার চাকা গাড়ি ধাক্কা মারে বলে অভিযোগ। সেসময় পেট্রোল পাম্প থেকে তেল ভরে রাস্তায় উঠছিল গাড়িটি। জাতীয় সড়কে একটি লরি দাঁড়িয়ে থাকায় একে অপরকে দেখে উঠতে পারেনি বলে দাবি। আহত কিশোরের নাম সুজয় কুড়ি। বাড়ি গাঁঠিয়াগছ গ্রামে। রাজগঞ্জ গ্রামীণ হাসপাতালে ভর্তি করা হয় তাঁকে। এদিকে, খবর পেয়ে ঘটনাস্থলে আসে রাজগঞ্জ থানার পুলিশ। জাতীয় সড়কে দাঁড়িয়ে থাকা লরিটিকে আটক করে থানায় নিয়ে যাওয়া হয়েছে।
স্থানীয়রা বলেন, রাস্তার দুপাশে পেট্রোল পাম্প। হাইরোড থেকে বড় বড় গাড়ির যাতায়াত হরদম লেগেই রয়েছে। পথচারীদের জন্য আলাদা কোনও রুট নেই। ফলে কয়েক হাজার গ্রামবাসী এবং স্কুল পড়ুয়াদের রোজ প্রাণ হাতে করে জাতীয় সড়কের একপাশ দিয়েই যাতায়াত করতে হয়। সেই জায়গায় যাতে কোনও গাড়ি অযথা পার্ক না করা হয় সেব্যাপারে প্রশাসনের দৃষ্টি দেওয়া দরকার।