রাজগঞ্জ: জাতীয় সড়ক পার হওয়ার সময় গাড়ির ধাক্কায় গুরুতর জখম হলেন এক মাঝবয়সী ব্যক্তি। মঙ্গলবার রাত আটটা নাগাদ রাজগঞ্জের ফাটাপুকুরে ঘটনাটি ঘটেছে।
স্থানীয় সূত্রে খবর, হাইরোড পার হওয়ার সময় জলপাইগুড়ি দিক থেকে আসা একটি দ্রুতগামী অল্টো গাড়ি ধাক্কা মারে ওই ব্যক্তিকে। মাথায় এবং হাতে গুরুতর চোট পেয়েছেন ব্যক্তি। ঘটনাস্থল ছেড়ে পালিয়ে যায় ঘাতক গাড়িটি। স্থানীয়রাই অ্যাম্বুলেন্স ডেকে রক্তাক্ত অবস্থায় ওই ব্যক্তিকে হাসপাতালে নিয়ে গিয়েছেন।
স্থানীয়রা জানালেন, ওই ব্যক্তি সম্ভবত বেলাকোবা কালুয়াবাড়ির বাসিন্দা। যদিও ওই ব্যক্তির নাম এবং পরিচয় এখনও জানা যায়নি। প্রাথমিকভাবে রাজগঞ্জ গ্রামীণ হাসপাতালে নিয়ে যাওয়া হয়েছে ওই ব্যক্তিকে।
প্রত্যক্ষদর্শীদের মধ্যে অলোক পাল বলেন, শিলিগুড়ি-জলপাইগুড়ি জাতীয় সড়কের পাশে ওই ব্যক্তিকে জখম অবস্থায় পড়ে থাকতে দেখা যায়। পাশে একটি চায়ের দোকানে অনেকেই ছিলেন, তাঁরাই এগিয়ে গিয়ে ওই ব্যক্তিকে উদ্ধার করে অ্যাম্বুলেন্স ডাকেন। ব্যক্তির সঙ্গে দুটি ব্যাগ ছিল। প্রত্যক্ষদর্শীদের কয়েকজন জানান, ওই ব্যক্তি বহরমপুরে যাবেন বলে তাঁদের জানিয়েছেন।