ফাটাপুকুরে আবারও দুর্ঘটনা, মাঝরাস্তায় উল্টে গেল আটা বোঝাই লরি

রাজগঞ্জ: শিলিগুড়ি-জলপাইগুড়ি জাতীয় সড়কে আবারও দুর্ঘটনা, নিয়ন্ত্রণ হারিয়ে মাঝরাস্তায় উল্টে গেল আটা বোঝাই লরি। মঙ্গলবার সন্ধ্যায় ঘটনাটি ঘটেছে ফাটাপুকুর এলাকায়।

শিলিগুড়ি থেকে আটা বোঝাই একটি লরি মাথাভাঙ্গার দিকে যাচ্ছিল। ফাটাপুকুরে আসতেই নিয়ন্ত্রণ হারিয়ে রাস্তার পাশে উল্টে যায় লরিটি। অল্পের জন্য বড়সড় দুর্ঘটনা থেকে রক্ষা পান চালক ও সহকারি চালক।খবর পেয়ে ঘটনাস্থলে ছুটে যায় পুলিশ। দুর্ঘটনাগ্রস্থ গাড়িটিকে উদ্ধার করে তদন্ত করেছে পুলিশ।


ভোটের মুখে মেলা বন্ধ হলেও অষ্টমীর স্নানে কার্যত কোনও প্রভাব পড়ল না। রাজগঞ্জের আমবাড়িতে করতোয়া নদীর ঘাটে ঐতিহ্যবাহী করতোয়া গঙ্গা স্নানে অংশ নিলেন প্রচুর মানুষ। প্রতিবছরই অষ্টমীর স্নান উপলক্ষে সাতদিন ব্যাপী মেলা বসে থাকে তবে এবছর লোকসভা নির্বাচনের জন্য শুধুমাত্র অষ্টমীর স্নানের আয়োজন করা হচ্ছে। মঙ্গলবার সকাল থেকেই বিভিন্ন এলাকা থেকে পুণ্যার্থীরা আসেন গঙ্গা স্নানে।

এই বিষয়ে পূজো কমিটির উদ্যোক্তা বাবলু রায় জানান, প্রতিবছর ঐতিহ্যবাহী অষ্টমীর স্নান ও মেলায় প্রায় লক্ষ লক্ষ মানুষের সমাগম হয়। ভক্তরা করতোয়া নদীতে অষ্টমীর স্নানের পাশাপাশি গঙ্গাপুজো দেন। এবছর মেলার আয়োজন নেই। তবে প্রশাসনিকভাবে সব রকমের সুরক্ষার ব্যবস্থা করা হয়েছে।


About The Author