পারিবারিক অশান্তি! মায়ের হাতে খুন আড়াই বছরের শিশু কন্যা

দিনহাটা: পারিবারিক বিবাদের বলি! মায়ের হাতে খুন আড়াই বছরের শিশু কন্যা! কোচবিহারের দিনহাটায় মর্মান্তিক ঘটনা। নিজের আড়াই বছরের শিশু কন্যা এবং ৫ বছরের ছেলেকে মেরে নিজেও আত্মঘাতী হওয়ার চেষ্টা মায়ের। স্থানীয়দের দাবি, পারিবারিক বিবাদের জেরেই যত কাণ্ড।

ছেলের চিৎকার শুনে ছুটে আসে এলাকার লোকজন। স্থানীয়রা যখন আসেন, ততক্ষণে শিশু কন্যাটি মারা গিয়েছে। খবর পেয়ে ছুটে আসে সাহেবগঞ্জ থানার পুলিশ। ওই মহিলাকে আটক করে থানায় নিয়ে যায় এবং মৃতদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য পাঠান হয়।

রাজগঞ্জের খবর

সরকারি জমি নয়ছয়ের অভিযোগ পেয়ে বিএলএলআরও কে সঙ্গে নিয়ে সরজমিনে গেলেন রাজগঞ্জের বিডিও প্রশান্ত বর্মণ। বললেন, যতদিন আমি আছি, জমির অবৈধ কারবার হলে, ছেড়ে কথা বলব না।

জাতীয় সড়কের পাশে রাজগঞ্জের হাতি মোড়ে প্রায় ১২৫ বিঘা সরকারি খাস জমি গত দশ বছরে বারে বারে হাত বদল হয়েছে। ওই জমির দাম এখন নেই নেই করে ৫০ কোটি! এতদিন, কোটি কোটি টাকার বিনিময়ে হাত বদল হলেও বিষয়টি নাকি জানতেন না প্রশাসনের কর্তারা। এখন সেই জমিতে বর্তমানে একটি চা বাগান রয়েছে। এতদিনে, নজরে পড়েছে প্রশাসনের। বৃহস্পতিবার সরজমিনে ওই বাগান পরিদর্শনে যান রাজগঞ্জের বিডিও প্রশান্ত বর্মন এবং রাজগঞ্জের বিএলএলআরও গোপাল বিশ্বাস।

ঘুরে দেখে বিডিও বলেন, এখানে প্রায় ১২৫ বিঘা জমি সরকারি জমি হিসেবে নথিভুক্ত রয়েছে। অথচ গোপনে এই জমি হস্তান্তর হচ্ছে। আমি এবং রাজগঞ্জের ভূমি আধিকারিক তীক্ষ্ণ নজর রেখেছি; এই জমি যেন হস্তান্তর হতে না পারে এবং কেউ যেন এখানে রাতারাতি কোন কাঠামো তৈরি করতে না পারে। তিনি বলেন, শিল্পের জন্য জমি পাওয়া যাচ্ছে না অথচ ১২৫ বিঘা সরকারি জমি দখল হয়ে গেছে, আমরা খুব দ্রুত এই জমির উদ্ধার করব।

About The Author