WBP-পরীক্ষা দিলেন ভুয়ো পরীক্ষার্থী, গ্রেপ্তার করল পুলিশ

পুলিশ কনস্টেবল নিয়োগের পরীক্ষা দিতে এসে পুলিশের হাতে ধরা পড়ল এক ভুয়ো পরিক্ষার্থী। রবিবার ছিল পশ্চিমবঙ্গ রাজ্য পুলিশের কনস্টেবল নিয়োগের পরীক্ষা। এদিন সকাল থেকেই বিভিন্ন পরীক্ষা কেন্দ্রে ভিড় জমায় পরীক্ষার্থীরা। হরিশ্চন্দ্রপুর থানার অন্তর্গত সাদলিচক উচ্চ বিদ্যালয়ে পরীক্ষা কেন্দ্রে প্রবেশ পথে পুলিশের হাতে ধরা পড়ে এক ভুয়ো পরীক্ষার্থী। পুলিশ সূত্রে খবর, ধৃত ওই ভুয়ো পরীক্ষার্থীর আসল নাম অখিলেশ যাদব।এডমিট কার্ডে নাম রয়েছে বিপ্লব মন্ডল। নামে অমিল হওয়ায় ওই পরীক্ষার্থীকে গ্রেপ্তার করে জিজ্ঞাসাবাদের জন্য থানায় নিয়ে যায় হরিশ্চন্দ্রপুর থানার পুলিশ।

About The Author