নাম বদল ফেসবুকের! সংস্থার নয়া নাম ‘মেটা’

সামাজিক মাধ্যম বলতেই চলে আসে ফেসবুকের নাম। এখনই সেই অভ্যাসের নাম বদলের ঘোষণা করলেন সংস্থার সিইও মার্ক জাকারবার্গ। নতুন নাম ‘মেটা’। বৃহস্পতিবার ফেসবুকের বার্ষিক সম্মেলনের মাধ্যমে এই কথা জানিয়ে দিলেন মার্ক জাকারবার্গ নিজেই। তাঁর কথা অনুযায়ী, অধিবাস্তব দুনিয়ায় বাস্তবতাকে প্রাধান্য দিতেই নতুন নামকরণ। যদিও জনপ্রিয় অ্যাপগুলির নাম আগের মতই বহাল থাকবে। শুধু বদলাচ্ছে প্যরেন্ট সংস্থার নাম, যা আগে ছিল ফেসবুক আইএনসি। সপ্তাহ খানেক আগেই ফেসবুকের নাম বদল নিয়ে জল্পনা শুরু হয় সংবাদ মাধ্যমে। সেখানেই নয়া নামের আভাস মিলেছিল।

সূত্র মারফত ফেসবুকের নয়া নাম ‘মেটাভার্স’ আগেই জানা গিয়েছিল। কথা মতই নাম বদলাল ফেসবুক। তবে এই নাম বদল ফেসবুকের অ্যাপ বা ইন্সটাগ্রাম, হোয়াটসঅ্যাপ, মেসেঞ্জারের ক্ষেত্রে অপরিবর্তিতই থাকবে। ‘মেটা’ হবে এগুলির প্যারেন্ট কোম্পানি। যেটা আগে ছিল ফেসবুক আইএনসি। ‘মেটাভার্স’ নামেই তারা অধিবাস্তব দুনিয়ায় এখন থেকে আরও জোর দিয়ে কাজ করবেন। প্রসঙ্গত উল্লেখ্য, প্রায় ১৭ বছর আগে হার্ভার্ড কলেজে ফেসবুকের নামকরণ হয়েছিল। এবারে সংস্থার কাজের পরিধি বাড়াতে এমন সিদ্ধান্ত নিয়েছে কর্তৃপক্ষ।

About The Author