ইংরেজবাজার: এবার মালদায় বাজির গুদামে বিস্ফোরণ। অগ্নিদগ্ধ হয়ে দুই শ্রমিকের মৃত্যু হয়েছে। কার্বাইডের বিস্ফোরণে আগুন নিয়ন্ত্রনের বাইরে। আতঙ্ক ছড়িয়েছে ইংরেজবাজার এলাকায়।
মঙ্গলবার সকাল পৌনে সাতটার ঘটনা। বোমা ফাটার আওয়াজে শব্দে ঘুম ভাঙল ইংরেজবাজারের। মালদার ইংরেজবাজারে ওই বাজির গুদামের সামনে গাড়ি থেকে কার্বাইড নামানো হচ্ছিল। সেই কার্বাইড অসাবধানতায় নীচে পড়ে যায়। তার পরেই হয় বিস্ফোরণ। স্থানীয়রা প্রথমটায় বোমা ফেটেছে মনে করেন। কিন্তু পরে জানা যায়, বাজারে বাজির গুদামে বিস্ফোরণ হয়েছে। বিস্ফোরণের ফলে গুদামে আগুন ধরে যায়। দাহ্য পদার্থ মজুত থাকায় আগুন দ্রুত ছড়িয়ে পড়ে চারপাশে।
এই খবর লেখা পর্যন্ত, আগুন এখনও জ্বলছে। দমকলের পাঁচটি ইঞ্জিন ঘটনাস্থলে আগুন নেভানোর চেষ্টা চালাচ্ছে। আগুন আরও ছড়িয়ে গিয়েছে বলে খবর। উত্তর দিনাজপুর এবং দক্ষিণ দিনাজপুর থেকে আরও দু’টি ইঞ্জিন আনা হচ্ছে। ঘটনাস্থলে এক শ্রমিকের মৃত্যু হয়। তিন জনকে আশঙ্কাজনক অবস্থায় হাসপাতালে নিয়ে যাওয়া হয়। পরে সেখানে মারা যান আরও এক জন। দমকল সূত্রে জানানো হয়েছে, যেহেতু ঘটনাস্থলে কার্বাইড রয়েছে, তাই আগুন নেভাতে সমস্যা হচ্ছে। কার্বাইড সহজে জল দিয়ে নিয়ন্ত্রণে আনা যায় না। বাজির দোকানে আগুন লাগায় এলাকায় আতঙ্ক ছড়িয়েছে। কারণ, প্রচুর পরিমাণে বাজি মজুত ছিল ওই গুদামে। যে কোনও মুহূর্তে আরও বড় বিপদ হতে পারে বলে আশঙ্কা স্থানীয়দের। আগুন নিয়ন্ত্রণে না আসা পর্যন্ত তাঁরা নিশ্চিন্ত হতে পারছেন না।