তেলঙ্গানার কারখানায় বিস্ফোরণ, মৃতের সংখ্যা বেড়ে ৩৪

তেলঙ্গানার সাঙ্গারেড্ডি জেলার পাশামাইলরম শিল্পতালুকে একটি রাসায়নিক কারখানায় ভয়াবহ বিস্ফোরণে মৃতের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ৩৪।

জেলা পুলিশ সুপার পরিতোষ পঙ্কজ জানিয়েছেন, ধ্বংসস্তূপ থেকে এখনও পর্যন্ত ৩১ জনের দেহ উদ্ধার করা হয়েছে, আর হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় প্রাণ হারিয়েছেন আরও তিন জন। ঘটনাস্থলে এখনও উদ্ধারকাজ চালিয়ে যাচ্ছেন জাতীয় ও রাজ্য বিপর্যয় মোকাবিলা বাহিনীর সদস্যেরা।

মঙ্গলবারের মধ্যে তেলঙ্গানার মুখ্যমন্ত্রী রেবন্ত রেড্ডির ঘটনাস্থল পরিদর্শনে যাওয়ার কথা।

বিস্ফোরণের ঘটনা ঘটে সোমবার সকালে। স্থানীয় বাসিন্দারা বিস্ফোরণের প্রচণ্ড শব্দে চমকে গিয়ে দেখেন, কারখানার ছাদ উড়ে গিয়ে প্রায় ১০০ মিটার দূরে গিয়ে পড়েছে। কারখানার ভেতর থেকে গাঢ় কালো ধোঁয়া বের হতে দেখা যায়।

প্রথমে জানা যায়, ১২ জন শ্রমিক নিহত হয়েছেন, আহত আরও কয়েক জন। পরে মৃতের সংখ্যা বাড়তে থাকে। আগুন নিয়ন্ত্রণে আসার পর শুরু হয় উদ্ধারকাজ—আর তার পরেই একে একে বেরিয়ে আসে মৃতদেহগুলি।

তেলঙ্গানার স্বাস্থ্যমন্ত্রী দামোদর রাজানরসিংহ জানান, বিস্ফোরণের অভিঘাতে অনেক শ্রমিকের দেহ ছিটকে দূরে গিয়ে পড়ে। স্থানীয় প্রশাসন সূত্রে জানা গিয়েছে, ঘটনার সময় কারখানাটিতে প্রায় ৯০ জন কর্মরত ছিলেন। প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, রাসায়নিক বিক্রিয়ার ফলেই বিস্ফোরণ ঘটেছে, তবে চূড়ান্ত সিদ্ধান্ত তদন্ত শেষ না-হওয়া পর্যন্ত জানা যাবে না।

ঘটনার পর রাজ্যের কংগ্রেস সরকারের বিরুদ্ধে ‘পূর্ণাঙ্গ ও স্বচ্ছ’ তদন্তের দাবিতে চাপ তৈরি করেছে বিরোধী ভারত রাষ্ট্র সমিতি (বিআরএস)। মুখ্যমন্ত্রী রেবন্ত রেড্ডির পাশাপাশি রাজ্যপাল জিষ্ণু দেববর্মাও শোকপ্রকাশ করেছেন।

About The Author