‘যুদ্ধবিমান ধ্বংস হলেও ভুল-ত্রুটি কিছু বোঝা হল’, ভারতের যুদ্ধ বিমান ধ্বংস প্রসঙ্গে ইঙ্গিত সেনা সর্বাধিনায়কের

ভারত-পাক সংঘর্ষে ভারতের যুদ্ধবিমান ধ্বংস হয়েছে৷ সরাসরি না বললেও বিদেশী সংবাদ মাধ্যমে সেই ইঙ্গিত দিয়ে দিলেন ভারতের সেনা সর্বাধিনায়ক।

যদিও চিফ অফ ডিফেন্স স্টাফ জেনারেল অনিল চৌহান, ভারতের ছ’টি যুদ্ধবিমান গুলি করে নামানোর পাক দাবিকে সম্পূর্ণ ভুল বলে খারিজ করে দিয়েছেন৷

সিঙ্গাপুরে ব্লুমবার্গ টিভি-কে সাক্ষাৎকার দিতে গিয়ে সিডিএস অনিল চৌহান বলেন, পাকিস্তান ক’টা বিমান নামিয়েছে তার থেকে বেশি গুরুত্বপূর্ণ ভারতের যুদ্ধবিমানগুলি ধ্বংস কেন হল? এর কারণ জানতে পারলে ভারতের সামরিক বাহিনী তাদের রণকৌশল আরও উন্নত করা যাবে।

সিডএস অনিল চৌহানের কথায়, ‘… যুদ্ধবিমান নামানোর বিষয়টি ততটা গুরুত্বপূর্ণ নয়, কিন্তু কেন সেগুলি নামানো সম্ভব হল, তা জানা অনেক বেশি দরকার৷’

২২ এপ্রিল পহেলগাঁওয়ের বৈসরনে জঙ্গি হামলার বদলা নিতে ৬-৭ মে রাতে পাকিস্তান ও পাক অধিকৃত কাশ্মীরে ন’টি জঙ্গিঘাঁটি গুঁড়িয়ে দিয়েছিল ভারতীয় সেনা। এরপরই ৭ থেকে ১০ মে প্রায় প্রতি রাতে ভারত-পাকিস্তানের আন্তর্জাতিক সীমান্ত এবং নিয়ন্ত্রণ রেখা বরাবর ভারতের সেনাঘাঁটি ও নাগরিক পরিকাঠামোগুলিতে হামলার চেষ্টা চালায় পাকিস্তান৷

এই অপারেশন নিয়েই জেনারেল অনিল চৌহান এক সাক্ষাৎকারে বলেন, ‘এই সংঘাতে ভালো দিকটি হল, আমাদের কৌশলে ভুল কোথায়, তা আমরা বুঝতে পেরেছিলাম৷ সেই ভুল শুধরে দু’দিন পর ফের আমাদের যুদ্ধবিমান দূর পাল্লায় নিশানা করে।’ এদিকে পাকিস্তান দাবি করে, অপারেশন সিঁদুর চলাকালীন ভারতের ছ’টি যুদ্ধবিমান গুলি করে নামিয়েছে পাক সেনা ৷ এই দাবি ‘সম্পূর্ণ ভুল’ বলে দাবি করেন সিডিএস৷

About The Author