খগেন মুর্মু কাণ্ডে ধৃত চারজনের ৩ দিনের পুলিশি হেফাজত, গ্রেপ্তার আরও এক

বিজেপি সাংসদ-বিধায়ক হে/ন/স্থা কাণ্ডে এপর্যন্ত ৫ জন গ্রেপ্তার।

জলপাইগুড়ি: নাগরাকাটায় বিজেপি সাংসদ খগেন মুর্মু ও বিধায়ক শঙ্কর ঘোষের ওপর হামলার ঘটনায় জলপাইগুড়ি জেলা পুলিশ ইতিমধ্যেই চারজনকে গ্রেপ্তার করেছে—আক্রামুল হক, গোবিন্দ শর্মা, শাহানুর আলম ও তোফায়েল হোসেন।

বৃহস্পতিবার তাঁদের জলপাইগুড়ি জেলা আদালতে তোলা হলে বিচারক তিন দিনের পুলিশি হেফাজতের নির্দেশ দেন।

এদিকে এই মামলায় আরও এক অভিযুক্ত এতোয়া ওরাও-কে গ্রেপ্তার করেছে পুলিশ। তাঁকে শুক্রবার আদালতে তোলা হবে বলে জানা গেছে।

অন্যদিকে, আলিপুরদুয়ারের কুমারগ্রাম বিধানসভা কেন্দ্রের বিজেপি বিধায়ক মনোজ কুমার ওঁরাওয়ের ওপর হামলার ঘটনায়ও এক ব্যক্তিকে গ্রেপ্তার করা হয়েছে।

 

About The Author