জাতিসংঘের সাধারণ পরিষদের ৮০তম অধিবেশনে শুক্রবার ভাষণ দিতে উঠেছিলেন ইসরায়েলের প্রধানমন্ত্রী বেঞ্জামিন নেতানিয়াহু। কিন্তু তাঁর বক্তব্য শুরু হতেই একে একে বেরিয়ে যেতে শুরু করেন একাধিক দেশের রাষ্ট্রদূত ও প্রতিনিধিরা। এই প্রতিবাদী ওয়াকআউট আন্তর্জাতিক মহলে এক গভীর বার্তা বহন করে।
নেতানিয়াহু তাঁর ভাষণে গাজায় হামাসের বিরুদ্ধে “শেষ পর্যন্ত লড়াই চালিয়ে যাওয়ার” ঘোষণা দেন। তিনি বলেন, “পশ্চিমা নেতারা হয়তো চাপের কাছে নতি স্বীকার করেছেন, কিন্তু ইসরায়েল করবে না।” পাশাপাশি, সম্প্রতি প্যালেস্টাইন রাষ্ট্রকে স্বীকৃতি দেওয়া দেশগুলিকে “সন্ত্রাসবাদকে উৎসাহিত করার মতো লজ্জাজনক সিদ্ধান্ত” বলেও কটাক্ষ করেন।
ভাষণের সময় নেতানিয়াহু একটি মানচিত্র প্রদর্শন করেন, যার শিরোনাম ছিল “THE CURSE”। তাঁর পোশাকে ছিল একটি QR কোডযুক্ত পিন, যা ৭ অক্টোবরের হামলার তথ্যের সঙ্গে যুক্ত। ইসরায়েলি প্রধানমন্ত্রীর দপ্তর জানিয়েছে, গাজার বাসিন্দাদের উদ্দেশে এই ভাষণ সরাসরি সম্প্রচার করা হয়েছে, এমনকি তাঁদের ফোনেও নিয়ন্ত্রণ চালানো হয়েছে।
এই ভাষণের প্রেক্ষিতে নেতানিয়াহুর বিরুদ্ধে যুদ্ধাপরাধের অভিযোগ এবং আন্তর্জাতিক চাপ আরও বেড়েছে। প্যালেস্টাইন রাষ্ট্রকে স্বীকৃতি দেওয়া এবং গাজায় যুদ্ধবিরতির দাবি এখন বিশ্বমঞ্চে আরও জোরালো। নেতানিয়াহুর ভাষণ শেষ না হতেই জাতিসংঘের হল প্রায় ফাঁকা হয়ে যায়!