Enough is enough! ‘আর নয়’, আরজি কর নিয়ে কড়া প্রতিক্রিয়া রাষ্ট্রপতি মুর্মু‌র

‘আর নয়, এবার অনেক হয়েছে’, আরজি কর কলেজ ও হাসপাতালে চিকিৎসকের ধর্ষণ ও হত্যার ঘটনার প্রতিবাদ অনুরণিত হল রাষ্ট্রপতির কণ্ঠে।

সংবাদ সংস্থা পিটিআই-কে দেওয়া এক সাক্ষাৎকারে এই নিয়ে প্রথমবার মুখ খুললেন রাষ্ট্রপতি মুর্মু‌। আরজি করের ঘটনার তীব্র নিন্দা করেছেন তিনি। রাষ্ট্রপতি বলেন, ‘যথেষ্ট হয়েছে। সর্বস্তরের নাগরিকরা যখন কলকাতায় প্রতিবাদ জানাচ্ছেন, তখন অপরাধীরা অন্যত্র ঘাপটি মেরে বসে আছে। কোনও সভ্য সমাজে মেয়ে-বোনদের উপর এমন নৃশংস নির্যাতন চলতে পারে না। সমাজকে সতভাবে এবং নিরপেক্ষভাবে আত্মদর্শন করতে হবে এবং নিজেদের কিছু কড়া প্রশ্নের সামনে দাড় করাতে হবে। মহিলাদের বিরুদ্ধে এই ধরনের জঘন্য অপরাধ প্রতিরোধের সময় এসেছে। সেই সঙ্গে সামাজিক পরিবর্তনের দরকার।

একই সঙ্গে ২০১২-র নির্ভয়া মামলার কথাও স্মরণ করেছেন রাষ্ট্রপতি। তিনি বলেন, ‘নির্ভয়া ঘটনার পর থেকে ১২ বছরে, আরও একাধিক ধর্ষণের ঘটনা ঘটেছে। সমাজ তা ভুলেও গিয়েছে। এইধরনের ঘটনা ভুলে গেলে চলবে না।’