১৮ থেকে ২৫ বয়সীদের বিনামূল্যে কন্ডোম দেবে সরকার, ঘোষণা ফ্রান্সের

১৮ থেকে ২৫ বয়সী ছেলেমেয়েদের বিনামূল্যে কন্ড‌োম দেবে সরকার। দেশে যৌন রোগ সংক্রান্ত সংক্রমণ কমাতে বড় পদক্ষেপের কথা জানাল ফ্রান্স।

বৃহস্পতিবার ফ্রান্সের রাষ্ট্রপতি ইমানুয়েল ম্যাক্রন ঘোষণা করেন, দেশের যে কোনও ফার্মেসি থেকেই সম্পূর্ণ বিনামূল্যে কনডোম সংগ্রহ করতে পারবেন ১৮ থেকে ২৫ বয়সী ছেলেমেয়েরা। আসছে জানুয়ারী মাস থেকে কার্যকারী হবে এই সিদ্ধান্ত।

তিনি টুইটের মাধ্যমে আরও জানান, অন্যান্য স্বাস্থ্য ব্যবস্থার পাশাপাশি ফার্মেসিতে সমস্ত মহিলাদের জন্য বিনামূল্যে জরুরী গর্ভনিরোধক এবং ২৬ বছরের কম বয়সী মহিলাদের জন্য প্রেসক্রিপশন ছাড়াই বিনামূল্যে যৌন রোগ সংক্রান্ত স্ক্রীনিং করা হবে।

ফ্রান্সের রাষ্ট্রপতি ম্যাক্রন বলেন, তাদের দেশে যৌনশিক্ষা সরল নয়। তথ্য এবং ব্যবহারিক দিকের মধ্যে অনেক পার্থক্য আছে। তাই শিক্ষকদের আরও বেশি শিক্ষিত করতে হবে এই বিষয়ে। যাতে তারা পড়ুয়াদের সঠিক শিক্ষা দিতে পারেন।

২০২০ এবং ২০২১ সালে ফ্রান্সে দেশব্যাপী যৌন রোগ সংক্রান্ত সংক্রমণের (STI) হার ৩০% বৃদ্ধি পেয়েছিল। তাই দেশের পরবর্তী প্রজন্মের স্বাস্থ্য সুরক্ষিত করতেই রাষ্ট্রপতি ম্যাক্রনের এমন সিদ্ধান্ত বলে খবর। দেশের যুবসমাজের জন্য স্বাস্থ্যসংক্রান্ত জরুরী ঘোষণা করলেন ফ্রান্সের রাষ্ট্রপতি ম্যাক্রন। 

এর পাশাপাশি ফ্রান্সের রাষ্ট্রপতি আসছে শীতে করোনা ভাইরাসের সংক্রমণ নিয়েও সতর্ক থাকতে বলেছেন। তাঁর কথায়, বেশি ভিড়ের মধ্যে চলাফেরা করার সময় মুখে অবশ্যই মাস্ক পড়ুন।

About The Author