একপাশে সপরিবারে ইলন মাস্ক আর অন্যদিকে ভারতের প্রধানমন্ত্রী মোদী। এভাবেই আমেরিকায় দুই নেতার সাক্ষাত এবং আলোচনা পর্ব সম্পন্ন হল। সামাজিক মাধ্যমে ছবি শেয়ার করলেন নরেন্দ্র মোদী। তিনি জানালেন, বিভিন্ন বিষয় নিয়ে এলনের সঙ্গে কথা হয়েছে। প্রধানমন্ত্রী মোদীর সঙ্গে সন্তানদের আলাপ করালেন ইলন।
It was also a delight to meet Mr. @elonmusk’s family and to talk about a wide range of subjects! pic.twitter.com/0WTEqBaVpT
— Narendra Modi (@narendramodi) February 13, 2025

