জলপাইগুড়ি: জনতার ধাওয়া খেয়ে দলছুট হাতিটির দিশেহারা অবস্থা! লোকালয়ে ঢুকে পড়ার শাস্তি! দাঁতালের পিছু ধাওয়া জনতার। পরিণতি মারাত্মক! জনতার ধাওয়ায় দিশেহারা অতিকায় প্রাণীটি সামনে থাকা জেসিবি ও কংক্রিটের ওয়াচটাওয়ারে ধাক্কা মেরে গুরুতরভাবে জখম হল।
জঙ্গলে রোজই খাবারের অভাব বাড়ছে। তাই লোকালয়ে ঢুকে পড়ছে হাতি। শনিবারও ক্রান্তি এলাকায় একটি দাঁতাল হাতি দলছুট হয়ে চলে এল লোকালয়ে। আর তারপরই হাতি দেখতে মুহূর্তেই এলাকাবাসীরা ভিড় করলেন। প্রত্যেকেই নিজেদের মোবাইলে সেটার ভিডিও করতে হুড়োহুড়ি লাগাল। বিরক্ত হাতি এদিকে সেদিকে ছোটাছুটি করছে। পেছন পেছন ছুটল জনতাও।
জেসিবির সঙ্গে আর সেই কারণে বেশ কিছু ভিডিও সমাজ মাধ্যমে ভাইরাল হয়। সেখানেই দুটি ভিডিওতে একটিতে দেখা যাচ্ছে ওই হাতিটি জেসিবির সঙ্গে লড়াই করছে অন্যদিকে একটি ওয়াচ টাওয়ারেও জোরে ধাক্কা মেরে নিজেকেই আহত করেছে প্রাণীটি।। আর এই ঘটনায় যতটা না আতঙ্ক তার থেকে বেশি ছোট ছুটি করে বেরিয়েছে স্থানীয়। এই ঘটনার ছবি প্রকাশে আসতেই প্রশ্ন উঠছে বনদপ্তরের ভূমিকা নিয়ে। একটি দলছুট হাতে কে ফেরাতে কোন পদক্ষেপ দেখা গেল না বরঞ্চ হাতেটিকে সংঘর্ষে একরকম ছেড়ে দেওয়া হয়েছে। এমন ভিডিও দেখে চিন্তায় পড়েছেন পরিবেশপ্রেমীরা।
ডুয়ার্সের এক সমাজকর্মী চন্দন রায় ভিডিওটি নিজের সোশ্যাল মিডিয়া হ্যান্ডেলে শেয়ার করেন। তিনি বলেন, বনদপ্তরের ভূমিকা প্রশ্ন তুলে দিচ্ছে। লোকালয়ে হাতির পেছনে ছুটল মানুষ। দিশেহারা হাতিটি বুলডোজারে এবং তারপর কংক্রিটের তৈরি ওয়াচ টাওয়ারে ধাক্কা মারে। হাতির অবস্থা খুব খারাপ। মাথায় চোট লেগেছে। স্থানীয়দের কারও কিছু হতে পারত। বড় দুর্ঘটনা ঘটতে পারত। এই ঘটনায় বনদপ্তরের নিষ্ক্রিয়তা ভাবাচ্ছে। যদিও এই ব্যাপারে এখনও বনদপ্তরের কোনও আধিকারিকের বক্তব্য মেলেনি।