Jalpaiguri: গাড়ির ধাক্কায় জখম হস্তিশাবক, বাঁচানোর চেষ্টা করছেন বন কর্মীরা

রাজগঞ্জ: গজলডোবা ক্যানাল রোডে ফের দুর্ঘটনার শিকার বুনো হাতি। এবার, গাড়ির ধাক্কায় গুরুতর জখম হস্তি শাবক। বৃহস্পতিবার খুব সকালে মান্তাদারির গেটবাজার এলাকায় একটি বাচ্চা হাতিকে রাস্তার ওপর গুরুতর জখম অবস্থায় পড়ে থাকতে দেখেন স্থানীয়রা। তবে ঠিক কোন গাড়ি ধাক্কা মেরেছে, তা কারও নজরে পড়েনি। খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছায় মান্তাদারি বিট অফিসের বনকর্মীরা। সেখান থেকে হাতিটিকে তুলে পিকআপ ভ্যানে করে চিকিৎসার জন্য শিলিগুড়ির বেঙ্গল সাফারিতে নিয়ে যাওয়া হয়েছে।

স্থানীয়দের দাবি, গজলডোবা ক্যানাল রোডের গেটবাজার থেকে গজলডোবা পর্যন্ত দুই দিকে রয়েছে গভীর জঙ্গল। এর মধ্যেই দ্রুতগতিতে গাড়ির যাতায়াতের কারণে আকছার বন্যপ্রাণীগুলি দুর্ঘটনার কবলে পড়ছে।

বুধবার, দুর্যোগের মধ্যেই তিস্তায় আটকে হাবুডুবু খাওয়ার পর আজ আরও একটি হস্তিশাবক দুর্ঘটনার মুখে পড়ল। সেটিকে বাঁচানোর চেষ্টা করছেন বনকর্মীরা। উত্তরের দুর্যোগে বন্যপ্রাণীদের সংকট ভাবাচ্ছে পরিবেশপ্রেমীদের।