মালদা: একেতে গরম, তার ওপর সন্ধ্যে হলেই টানা লোডশেডিং। এই নিয়ে জায়গায় জায়গায় বিদ্যুৎ অফিস ঘেরাও করে বিক্ষোভ দেখাচ্ছেন এলাকাবাসীরা। এমনকি বিদ্যুৎ কর্মীদের দেখলে চড়াও হচ্ছে গ্রামবাসীরা। জানা যাচ্ছে, পুজোর আগে কয়েকদিন এমনটাই চলবে। বিদ্যুৎ দফতর সূত্রে খবর, ১১০০ মেগা ওয়াট বিদ্যুৎ উৎপাদনে ঘাটতি চলছে। ফলে ন্যাশনাল গ্রিডে সরবরাহ কমে গিয়েছে। সূত্রের খবর, সমস্যার মূলে কয়লার জোগানের সমস্যা যেমন রয়েছে, তেমনই আছে রাজ্য বিদ্যুৎ নিগমের উৎপাদনে ঘাটতি।
রাজ্যের বিভিন্ন জেলার পাশাপাশি মালদাতেও একী হাল। শুক্রবার রাত ১১টায় মালদার চাঁচল বিদ্যুৎ দপ্তরে ক্ষোভ বর্ষণ করলেন স্থানীয়রা। টানা এক ঘন্টা ধরে চলে বিক্ষোভ। অভিযোগ, টানা এক সপ্তাহ ধরে সন্ধ্যা হলেই এলাকায় লোডশেডিং দেখা দেয়। যার জেরে সমস্যা পরে সাধারণ মানুষ। ভ্যাপসা গরমে নাজেহাল হতে হচ্ছে শিশু থেকে বৃদ্ধ সকলকেই। এদিকে পুরাতন মালদার নিত্যানন্দপুরে টানা তিন দিন ধরে বিদ্যুৎ নেই। প্রতিবাদে গ্রামবাসীরা বিদ্যুৎ দপ্তরের কর্মীদের ঘিরে বিক্ষোভ দেখান। ঘটনাস্থলে পুলিশ আসলে পুলিশকে ঘিরেও বিক্ষোভ দেখান গ্রামবাসীরা। তবে এই ঘটনায় সংশ্লিষ্ট দপ্তরের কোনো আধিকারিক বা কর্মী মুখ খুলতে চায়নি।