রাহুল সিনহার প্রচারে ৪৮ ঘণ্টার নিষেধাজ্ঞা নির্বাচন কমিশনের

তৃণমূলের অভিযোগকেই কার্যত গুরুত্ব দিল নির্বাচন কমিশন। আগামী দু’দিনের জন্য কোনওরকম নির্বাচনী প্রচার করতে পারবেন না রাহুল সিনহা। এমনই নিষেধাজ্ঞা দিয়েছে নির্বাচন কমিশন।

আগামী ১৫ এপ্রিল দুপুর ১২টা পর্যন্ত রাহুল সিনহার নির্বাচনী প্রচারে বিধি-নিষেধ আরোপ করেছে নির্বাচন কমিশন। শীতলকুচি নিয়ে মন্তব্যের জেরেই এই নিষেধাজ্ঞা বলে জানা গিয়েছে। প্রসঙ্গত, তিনি বলেছিলেন, ৪টে ৮ জনকে গুলি করে মারা উচিত ছিল। এদিকে উস্কানিমূলক মন্তব্যের অভিযোগে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের বিরুদ্ধে ২৪ ঘন্টার নিষেধাজ্ঞা দিয়েছে নির্বাচন কমিশন। ওই সিদ্ধান্তের বিরোধ জানিয়ে কলকাতায় গান্ধী মূর্তি পাদদেশে ধরনায় বসেছেন তিনি। রাত আট’টার পর থেকে আবার নির্বাচনী প্রচারে নামতে পারবেন তৃণমূল সুপ্রিমো।

About The Author