নিজ হাতে লাগানো ২০ বছরের গাছ কাটা পড়তেই কান্নায় ভেঙে পড়লেন ৮৫ বছরের বৃদ্ধা। তাঁর হাউ হাউ কান্নার সেই ভিডিও ভাইরাল হয়েছে। আবেগের ঝড় দেশজুড়ে।
ছত্তিশগড়ের খৈরাগড় জেলার সারাগন্ডি গ্রামে সম্প্রতি ঘটে যাওয়া একটি ঘটনা মন কাঁদিয়েছে গোটা দেশকে। ৮৫ বছর বয়সী বৃদ্ধা দেওলা বাই, যিনি দুই দশক আগে নিজের হাতে একটি পিপল গাছ রোপণ করেছিলেন, সেই গাছটি কেটে ফেলা হয় জমি বিক্রির উদ্দেশ্যে।
গাছের গোড়ায় বসে তাঁর বুকফাটা কান্নার দৃশ্য ভাইরাল হয়েছে সামাজিক মাধ্যমে। ভিডিওটি শেয়ার করে কেন্দ্রীয় মন্ত্রী কিরেন রিজিজু লিখেছেন, “মানুষ প্রকৃতির সঙ্গে কতটা আবেগে জড়িত, এই দৃশ্য না দেখলে বিশ্বাস করা কঠিন।”
স্থানীয়দের মতে, বৃদ্ধা গাছটিকে সন্তানসম মনে করে লালন-পালন করতেন। গাছটি ফুলে ফলে ভরে উঠেছিল, ছায়া দিত, পাখিরা বাসা বাঁধত। সেই গাছ কেটে ফেলার খবর পেয়ে তিনি ছুটে যান এবং কান্নায় ভেঙে পড়েন।
এই ঘটনার পর গ্রামে প্রতিবাদ শুরু হয়েছে। অনেকেই প্রশ্ন তুলেছেন, উন্নয়নের নামে এমন আবেগঘন সম্পর্ককে ধ্বংস করা কি সত্যিই প্রয়োজন?
ছত্তিশগড়ে নিজের হাতে লাগানো পিপল গাছ কেটে ফেলায় কান্নায় ভেঙে পড়লেন ৮৫ বছরের বৃদ্ধা। ভিডিও ভাইরাল, দেশজুড়ে আবেগের ঢেউ।