স্কুলে বিদ্যুৎ অপচয় রুখতে কড়া নির্দেশ শিক্ষা দপ্তরের

স্কুল ছুটি হওয়ার পরও অনেক স্কুলের ক্লাসরুমগুলিতে ফ্যান বা লাইট বন্ধ হচ্ছে না। ফলে বেড়েছে বিদ্যুৎ অপচয়। বেশ কিছু স্কুলেই এমনটা হচ্ছে। বিষয়টি এবার নজরে এসেছে রাজ্যের শিক্ষা দপ্তরের। আচমকাই স্কুলে স্কুলে পরিদর্শনের নির্দেশ শিক্ষা দপ্তরের।

গতকালই বিদ্যুৎ অপচয় নিয়ে মুখ্যমন্ত্রী কড়া বার্তা দিতেই এবার নড়েচড়ে বসেছে স্কুল শিক্ষা দফতর। স্কুলের ক্লাসরুমগুলিতে বিদ্যুৎ অপচয় ঠেকাতে এবার স্কুলে স্কুলে আচমকা পরিদর্শন করবে অফিসাররা। রাজ্য স্কুল শিক্ষা কমিশনারের তরফে এমনই নির্দেশ পৌঁছেছে জেলার স্কুল বিদ্যালয় পরিদর্শকদের কাছে।

নির্দেশে বলা হয়েছে, ‘স্কুল ছুটি হওয়ার পরও অকারণে বিদ্যুৎ অপচয় হচ্ছে একাধিক স্কুলে। দফতরের নজরে এসেছে বিষয়টি। তাই এগুলো আপনারা বন্ধ করুন। স্কুলের প্রধান শিক্ষক প্রধান শিক্ষিকাদের অনুরোধ করুন যাতে অকারণে বিদ্যুৎ অপচয় না করেন।’ কোন কোন স্কুলে সারপ্রাইজ ভিজিট হচ্ছে বিদ্যুৎ অপচয় রুখতে, ডিআইদের সেই তালিকা তুলে দিতে হবে স্কুল শিক্ষা দফতরকে।

About The Author