Kunal Ghosh: ‘ভোটের মুখে তৃণমূলের রণকৌশল জানার জন্যই ED’র হানা’

কলকাতা: IPAC অফিসে ইডি হানা, প্রতিবাদে রাজপথে তৃণমূল; কুণালের আশঙ্কা, ‘তৃণমূলের নানা তথ্য বিজেপির হাতে যেতে পারে!’

বৃহস্পতিবার সকাল থেকেই কলকাতার সল্টলেক সেক্টর ফাইভে আইপ্যাকের অফিস এবং লাউডন স্ট্রিটে কর্ণধার প্রতীক জৈনের বাড়িতে ইডি-র তল্লাশি অভিযান শুরু হয়। কয়লা কাণ্ডে তদন্তের অংশ হিসেবেই এই অভিযান বলে জানিয়েছে কেন্দ্রীয় সংস্থা। তবে ঘটনাস্থলে পৌঁছে যান মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। তিনি সরাসরি অভিযানের বিরুদ্ধে প্রতিবাদ জানান এবং নথি, হার্ডডিস্ক, ফোন ইত্যাদি সংগ্রহ করে নিয়ে যান বলে সূত্রের খবর।

এই ঘটনার পরই রাজপথে নেমে প্রতিবাদে শাসকদল তৃণমূল কংগ্রেস। তাঁদের হাতে ছিল ‘গণতন্ত্র বিপন্ন’ লেখা পোস্টার। তৃণমূল মুখপাত্র কুণাল ঘোষ অভিযোগ করেন, “এটা তদন্তের জন্য হলে অনেক আগেই হতে পারত। এখন ভোটের আগে আমাদের প্রচারের উপদেষ্টা সংস্থায় হানা মানে নানা তথ্য, নানা ব্লু প্রিন্ট বিজেপির হাতে তুলে দেওয়া হতে পারে।” তিনি আরও বলেন, এই পদক্ষেপ আসলে প্রচার ব্যাহত করার চেষ্টা।

অন্যদিকে বিজেপি শিবিরের দাবি, তদন্তের স্বার্থেই অভিযান চলছে। কিন্তু মুখ্যমন্ত্রীর সরাসরি উপস্থিতি এবং তৃণমূলের প্রতিবাদে রাজ্য রাজনীতিতে নতুন করে উত্তেজনা ছড়িয়েছে।

About The Author