কলকাতা সহ তিন জায়গায় ৪১৭ কোটির সম্পত্তির হদিশ পেল ED

কলকাতা-সহ তিন জায়গায় তল্লাশি চালিয়ে নগদ টাকা, সোনা সহ বিপুল সম্পত্তির হদিস পেল ইডি। একটি অনলাইন বেটিং সংস্থার দপ্ত‌রে তল্লাশি চালিয়ে ৪১৭ কোটি টাকা উদ্ধার করেছেন ইডি আধিকারিকেরা।

জানা যাচ্ছে, এই সংস্থার সদর দপ্তর দুবাইয়ে। সেখানে বসেই প্রতারণার গোটা জাল বিছানো হয়েছিল একাধিক মেট্রো সিটিতে। একটি প্রতারণার অভিযোগের তদন্তে কলকাতা, মুম্বই, ভোপালে একযোগে তল্লাশি চালান ইডি আধিকারিকরা। বহু তথ্য যেমন হাতে এসেছে, তেমনই উদ্ধার হয় ৪১৭ কোটি নগদ টাকা। সঙ্গে সোনার বাট, গহনা।

এই অনলাইন গেমিং অ্যাপ সংস্থা ফ্র্যাঞ্চাইজি দিত। তারাই মূলত শহরগুলির বুকে মোটা অঙ্কের টাকা জেতানোর টোপ দেওয়া হত। সেই ফাঁদে পা দিয়েই নিঃস্ব হতেন অ্যাপ ব্যবহারকারীরা। মূলত মাঝবয়সী থেকে বয়স্করা বেটিং অ্যাপে টাকা লাগাতেন। তাঁদেরকেই টার্গেট করা হত।

About The Author