এসআইআর চাপে BLO-র আত্মহত্যা! মহিলার ঝুলন্ত দেহ উদ্ধার। পাশেই উদ্ধার হয়েছে নোট। সেখানেই কমিশনকে দায়ী করে গিয়েছেন মহিলা। সেই ঘটনায় রিপোর্ট তলব করল নির্বাচন কমিশন।
নদিয়ার কৃষ্ণনগরে বুথ স্তরের আধিকারিক (BLO) রিঙ্কু তরফদারের আত্মহত্যা ঘিরে চাঞ্চল্য তৈরি হয়েছে। শনিবার সকালে তাঁর ঝুলন্ত দেহ উদ্ধার হয় ভাড়া বাড়ি থেকে। পাশে পাওয়া যায় একটি সুইসাইড নোট, যেখানে তিনি স্পষ্টভাবে লিখেছেন, “আমার মৃত্যুর জন্য নির্বাচন কমিশন দায়ী। আমি খুবই সাধারণ মানুষ, কিন্তু এই অমানবিক কাজের চাপ আমি নিতে পারছি না।”
পরিবারের দাবি, বিশেষ নিবিড় সংশোধন (SIR) সংক্রান্ত কাজের অতিরিক্ত চাপেই রিঙ্কু মানসিকভাবে ভেঙে পড়েছিলেন। অফলাইনের কাজ শেষ করলেও অনলাইনের কাজ তিনি জানতেন না। সুপারভাইজারকে জানিয়েও কোনও সাহায্য পাননি। তাঁর স্বামী অভিযোগ করেছেন, “এটা আত্মহত্যা নয়, কমিশনের দ্বারা হত্যা।”
গত কয়েক সপ্তাহে একাধিক BLO-র মৃত্যু হয়েছে কাজের চাপের কারণে। পূর্ব বর্ধমান, জলপাইগুড়ি ও হুগলিতে একই ধরনের ঘটনা ঘটেছে। মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ও কমিশনের ‘অপরিকল্পিত কাজের’ জন্য দায়ী করেছেন এবং SIR প্রক্রিয়া বন্ধ রাখার আবেদন জানিয়েছেন। এই আবহে নির্বাচন কমিশন নদিয়ার ঘটনার রিপোর্ট তলব করেছে। কমিশন সূত্রে খবর, জেলা প্রশাসনের কাছ থেকে বিস্তারিত তথ্য চাওয়া হয়েছে।

