ইস্টবেঙ্গলের আইএসএলে অন্তর্ভুক্তির আনন্দ উদযাপন আলিপুরদুয়ারে

আলিপুরদুয়ার: ইস্টবেঙ্গল ক্লাবের ইনভেস্টর পেয়ে আইএসএলের পথে এগিয়ে যাওয়ার আনন্দে সামিল সমগ্র ইস্টবেঙ্গল পরিবার। ব্যতিক্রম নয় জেলা শহর আলিপুরদুয়ারও। রবিবার বাঙাল ব্রিগেড আলিপুরদুয়ারের উদ্যোগে স্থানীয় ম্যাকউইলিয়াম স্কুলের সামনে ফ্যান ক্লাবের সদস্যরা সেলিব্রেশন করলেন । ইস্টবেঙ্গলের এই ফ্যান ক্লাবটি সদ্য পাঁচ বছর পূর্ণ করল। ক্লাবের আইএসএলের অন্তর্ভুক্তির আনন্দে এই অনুষ্ঠানটি করা হয়েছে বলে জানা গিয়েছে। অনুষ্ঠানের শুরুতে প্রয়াত সকল ক্লাব কর্মকর্তা উদ্দেশ্যে এক মিনিট নীরবতা পালন করা হয়। এরপর এলাকা লাল-হলুদ রঙে মুড়ে ফেলে প্রত্যেক সদস্যরা। কেক কেটে, আবির মেখে উদযাপন করে তাঁরা। এছাড়াও পথচলতি মানুষকে ফ্যান ক্লাবের পক্ষ থেকে চকলেট দেওয়াও হয়, লাগানো হয় করোনা সচেতনতামূলক পোস্টারও। বাঙাল ব্রিগেড আলিপুরদুয়ারের সভাপতি অমরদ্বীপ সাহাকে আইএসএল খেলা নিয়ে প্রশ্ন করায় তাঁর উত্তর, ‘উৎসবের সবে শুরু, স্বভাবতই আপামর ইস্টবেঙ্গল সমর্থকদের মত আমরাও খুবই খুশি যে ইস্টবেঙ্গলের মত ক্লাব ভারতীয় ফুটবলের সর্বোচ্চ লিগ সম্মান নিয়ে খেলছে এবং সেটা করার জন্য চিরপ্রতিদ্বন্দ্বী দলের মত অন্যর সঙ্গেও যুক্ত হতে হয়নি। আমরা যেমন করে ক্লাব কে এতদিন সমর্থন করে এসেছি এরপর আরও দ্বিগুন উদ্যমে ক্লাব কে সমর্থন করব । আমরা ঠিক করেছি আইএসএলের প্রতিটা ম্যাচ আমরা দেখানোর ব্যবস্থা করব সমস্ত আলিপুরদুয়ারের লাল-হলুদ সমর্থকদের জন্য। এছাড়াও আমাদের আরো অনেক বড়সর কর্মসূচি রয়েছে সেগুলো আস্তে আস্তে আমরা মানুষের সামনে তুলে ধরব।’

About The Author