ভূমিকম্পের সুযোগে পাকিস্তানের জেল থেকে পালাল ২১৬ আসামী

ভূমিকম্পে নিরাপত্তা একটু শিথিল হতেই কারারক্ষীদের ঘায়েল করে জেল থেকে পালাল ২১৬ জন আসামী। পাকিস্তানের ঘটনায় শোরগোল। 

করাচি: করাচির জেল ভেঙ্গে ২০০-রও বেশি আসামী পালিয়ে গেল। ভূমিকম্পের সুযোগে নিরাপত্তা খানিক শিথিল হতেই কারারক্ষীদের ওপর ঝাপিয়ে পড়ল বন্দীরা। পলাতক ২১৬ জন আসামী। পাকিস্তানের পুলিশ জানিয়েছে, করাচির মালির জেল ভেঙে পালিয়ে যাওয়া কয়েকজনকে ফের উদ্ধার করা গেলেও এখনও ১৩০ জনের কোনও হদিশ মিলছে না। এখনও পলাতকদের ধরতে অভিযান চলছে সেখানে। এই ঘটনায় হল্লা পড়ে গিয়েছে বিশ্বজুড়ে।

সিন্ধু প্রদেশের স্বরাষ্ট্রমন্ত্রী বলছেন, ভূমিকম্পের সময় বন্দীদের নিরাপত্তার জন্য তাদের সেল থেকে সরিয়ে নেওয়ার সময় জেল ভাঙার ঘটনা ঘটে। তাদের সেলের বাইরে বের করে আনার পর, একদল বন্দী রক্ষীদের উপর আক্রমণ করে, তাদের অস্ত্র কেড়ে নেয় এবং গু-লি চালায়। সেই কাণ্ডের পরই সবাই পালায়।

পাকিস্তানের কারাগার থেকে পালানোর ঘটনা সাধারণ নয়, ডেরা ইসমাইল খান শহরে পাকিস্তানি তালেবানদের একটি কারাগারে হামলার পর থেকে নিরাপত্তা ব্যবস্থা জোরদার করা হয়েছে, যার ফলে শত শত বন্দী মুক্তি পেয়েছে। পলাতক একজনকে আবার হেফাজতে নেওয়ার চেষ্টার মধ্যেই গোলাগুলিতে একজন বন্দী মারা যান এবং তিনজন নিরাপত্তারক্ষী আহত হয়েছেন।

গতরাতের ঘটনায়, মালির কারাগার থেকে পালিয়ে যাওয়া ২১৬ জন বন্দীর মধ্যে ৭৮ জনকে ফের পাকড়াও করা হয়েছে বলে জানালেন, পাক পুলিশের এক পুলিশ কর্মকর্তা। পালিয়ে যাওয়া বন্দীদের কেউই নাকি সাজাপ্রাপ্ত ছিলেন না, বলে তাঁর দাবি।

About The Author