ভুমিকপে কেঁপে উঠল উত্তরবঙ্গের বেশ কয়েকটি এলাকা। রাত ৮ বেজে ১৬ মিনিটে কয়েক সেকেন্ডের জন্য অনুভূত হয়েছে এই কম্পন। রিখটার স্ক্লেলে কম্পনের মাত্রা ছিল ৪.২।
কেন্দ্রীয় সিসমোলজি সেন্টার জানিয়েছে, ভূমিকম্পের উৎসস্থল ভুটানে, ভারত-ভূটান সীমান্তের খুব কাছে। উৎসের গভীরতা ১০ কিমি। এই ভূমিকম্প বেশি অনুভূত হয়েছে দার্জিলিং, আলিপুরদুয়ার, জলপাইগুড়ি জেলায়। যদিও বড় কোনও ক্ষয়ক্ষতির খবর মেলেনি।