শিলিগুড়ি: সন্ধ্যা ৬টা বেজে ১৫ মিনিটে ভূমিকম্পে কেপে উঠল উত্তর পূর্ব ভারতের একটি অংশ। মৃদু কম্পন অনুভূত হয়েছে শিলিগুড়ি-জলপাইগুড়ি সহ উত্তরবঙ্গের বেশ কিছু জেলায়। উৎসস্থল মেঘালয় থেকে সাড়ে ৩ কিমি দূরে এবং ১০ কিমি গভীরে। সেখানে তীব্রতা ছিল ৫.২।
ভারতীয় সিসমোলজি কেন্দ্রের দেওয়া তথ্যে জানা গিয়েছে, সোমবার সন্ধ্যা ৬টা বেজে ১৫ মিনিটে মেঘালয়ের উত্তর গারো পাহাড়ে এই কম্পনের উৎপত্তি হয়। কম্পনের তীব্রতা ৫.২। ভারতের সঙ্গে নেপাল, বাংলাদেশ, ভুটানেও অনুভূত হয়েছে এই কম্পন। যদিও এই কম্পন ১০ সেকেন্ডের বেশি স্থায়ী হয়নি। এখনও পর্যন্ত ক্ষয়ক্ষতির কোনও খবর নেই।
RNF-এ প্রকাশিত খবর সংক্রান্ত কোনও অভিযোগ বা জিজ্ঞাসার জন্য ফোন করুন 8250955518 নম্বরে