ভূমিকম্পে কাঁপল দুই বাংলা, রিখটার স্কেলে কম্পনের মাত্রা ৬.১

ভোরে আচমকা কেঁপে উঠল মাটি। শুক্রবার সকাল ৫ টা ১৫ মিনিটে ভারত-মায়ানমার সীমান্তে আঘাত হানল জোর কম্পন। রিখটার স্কেলে কম্পনের মাত্রা ছিল ৬.১।

ভূমিকম্পের জেরে কেঁপে উঠল দুই বাংলার মাটি। বাংলাদেশের স্থানীয় সময় তখন অবশ্য ৫টা বেজে ৪৫ মিনিট। কম্পনের স্থায়িত্ত ছিল প্রায় ৩০ সেকেন্ড। পশ্চিমবঙ্গে শিলিগুড়ি থেকে কলকাতা, সর্বত্রই এই কম্পনের জোর টের পাওয়া গিয়েছে।

এই ভূমিকম্পের উৎসস্থল বাংলাদেশের চট্টগ্রাম থেকে ১৭৪ কিমি পূর্বে। মিজোরামের থেনজল থেকে ৭৩ কিমি দক্ষিণ-পূর্বে ও ১২ কিমি গভীরে এর উৎসস্থল।

ভারতের অসম, ত্রিপুরা, পশ্চিমবঙ্গ রাজ্য সহ প্রতিবেশী দেশ বাংলাদেশের বেশ কিছুটা জায়গায় কম্পনের জোর অনুভূত হয়েছে। সকাল সকাল অনেকের ঘুম ভেঙ্গেছে এই কম্পনে। যদিও এখনও বড় কোনও ক্ষয়ক্ষতির খবর মেলেনি।

About The Author