পরপর ভূমিকম্পে আতঙ্ক! উৎসস্থল ভুটান, তীব্রতা ৪.৩

শিলিগুড়ি: রাত ১২টার পর ২টা ৫৩-য় ফের কেঁপে উঠল উত্তরবঙ্গের বিভিন্ন জেলা। উত্তরবঙ্গে টানা বৃষ্টির মধ্যে পরপর ভূমিকম্পে আতঙ্ক।

ন্যাশেনাল সেন্টার ফর সিসমোলজি সূত্রে জানা গিয়েছে, দুটি কম্পনেরই তীব্রতা ছিল ৪.৩। প্রথম কম্পন অনুভূত হয় শুক্রবার রাত ১১টা ৫৯ মিনিট ৫৬ সেকেন্ডে। এই কম্পনের উতপত্তি হয়েছে জয়গাঁ থেকে ৩৬ কিমি দূরে ভুটানের সামচিতে। এরপর রাত ২টা বেজে ৫৩ মিনিটে আবারও কেঁপে উঠে উত্তরবঙ্গের মাটি। এবারও তীব্রতা ছিল ৪.৩।

ছবিতে দেখুন: দুটি ভুমিকম্পের উৎপত্তিস্থল

পরপর কম্পনের জেরে দার্জিলিং, জলপাইগুড়ি, আলিপুরদুয়ারম কোচবিহার জেলার বিস্তীর্ণ অঞ্চলে আতঙ্কিত হয়ে পড়েছেন মানুষ। প্রথমটির উৎপত্তিস্থল দেখানো হয়েছে ভুটানের সামচিতে ৫ কিমি গভীরে। পরেরটি ভুটানের পারো এলাকায় ১০ কিমি গভীরতায়। রাত ভোরে দ্বিতীয় কম্পনের তীব্রতা টের পেয়েছেন অনেকেই। যদিও স্থায়িত্ব ছিল কম। এখনও কোনও ক্ষয়ক্ষতির খবর মেলেনি। বিশেষত দার্জিলিং, জলপাইগুড়ি, আলিপুরদুয়ার এবং কোচবিহার জেলার বিস্তীর্ণ অঞ্চলে এই কম্পন পরপর অনুভূত হয়েছে।

 

About The Author