কলকাতা: সল্টলেকের স্বর্ণ ব্যবসায়ী খুনে শিলিগুড়ি থেকে আরেক অভিযুক্তকে গ্রেপ্তার করেছে পুলিশ। সজল সরকার নামে ওই ব্যক্তি কোচবিহারের ব্লক প্রেসিডেন্ট বলে খবর।
দত্তাবাদে স্বর্ণ ব্যবসায়ী স্বপন কামিলা খুনের ঘটনায় বুধবার আরও একজনকে গ্রেপ্তার করল বিধাননগর পুলিশ। ধৃত কোচবিহারের বাসিন্দা সজল সরকার, যিনি স্থানীয় তৃণমূল ব্লক সভাপতি এবং রাজগঞ্জের বিডিও প্রশান্ত বর্মনের ঘনিষ্ঠ বলে জানা গিয়েছে।
এর আগে বিডিওর গাড়িচালক এবং এক বন্ধুকে গ্রেপ্তার করা হয়েছিল। ফলে এই ঘটনায় মোট ধৃতের সংখ্যা বেড়ে দাঁড়াল তিন।
BDO-র সমর্থনে কি বললেন জীবন সিংহ? দেখুন
পরিবারের অভিযোগ, গত ২৮ অক্টোবর দোকান থেকে তুলে নিয়ে যাওয়া হয় স্বপন কামিলাকে। নিখোঁজ ডায়েরি দায়েরের পর নিউটাউনের যাত্রাগাছির বাগজোলা খালপাড় থেকে তাঁর দেহ উদ্ধার হয়। পরিবারের দাবি, তাঁকে অপহরণ করে খুন করা হয়েছে।
এই ঘটনায় রাজগঞ্জের বিডিও প্রশান্ত বর্মনের নামও জড়িয়েছে। অভিযোগ, বিডিওর বাড়ি থেকে গয়নাগাটি চুরি হয়ে তা স্বর্ণ ব্যবসায়ীর দোকানে বিক্রি হয়। সেই সূত্রেই সংঘাত তৈরি হয়।
পরিবারের দাবি, ২৮ অক্টোবর একটি নীলবাতি গাড়ি নিয়ে দোকানের সামনে আসেন বিডিও। ওই গাড়ি থেকেই তাঁকে তুলে নিয়ে যাওয়া হয়। পরদিন তাঁর দেহ উদ্ধার হয়।
পুলিশ সূত্রে খবর, ধৃত সজল সরকার ঘটনাস্থলে উপস্থিত ছিলেন। তদন্তে আরও অনেক তথ্য উঠে আসছে। তবে বিডিও প্রশান্ত বর্মন এ বিষয়ে কোনও মন্তব্য করেননি।
এই ঘটনায় রাজ্য রাজনীতিতে ব্যাপক শোরগোল শুরু হয়েছে। বিরোধীরা প্রশাসনের ভূমিকা নিয়ে প্রশ্ন তুলছে, অন্যদিকে পুলিশ তদন্ত এগিয়ে নিয়ে যাচ্ছে।

