নামে ‘দত্ত’ হল ‘কুত্তা’! দুয়ারে সরকার ক্যাম্পে ঘেউ ঘেউ করে প্রতিবাদ ব্যক্তির

বাঁকুড়া: শ্রীকান্তি কুমার ‘কুত্তা’! ছিলেন দত্ত, তবে ‘কুত্তা’ বানিয়েছে সরকার। তাই ক্ষোভে এবং অপমানে সরকারি আমলাকে ঘিরে ‘ঘেউ ঘেউ’ করে প্রতিবাদ এক ব্যক্তির।

রেশন কার্ডে নাম বিভ্রাটের জেরে ‘দত্ত’ হল ‘কুত্তা’! এরপরই ক্ষোভে দুখে মানসিক ভাবে ভেঙ্গে পড়েন ব্যক্তি, সেই ক্ষোভ গিয়ে পড়ল দুয়ারে সরকার ক্যাম্পে। রাস্তায় জয়েন্ট বিডিওকে গাড়িতে যেতে দেখেই রেশন কার্ড হাতে নিয়ে ছুটে গেলেন তিনি। সামনে পেয়ে ঘেউ ঘেউ করে প্রতিবাদ জানালেন ওই ব্যক্তি। তার প্রশ্ন, সরকারি দায়িত্বে থাকা কর্মী কিভাবে এমন ভুল করতে পারেন? এক জলজ্যান্ত ব্যক্তিকে কুত্তা বানিয়ে দিল সরকার?

পরপর তিন বার রেশন কার্ডে নামে ভুল, যার জেরে বিপদে পড়েছেন শ্রিকান্তি কুমার দত্ত। শেষ অবধি নাম ঠিক হয়েছে, তবে পদবি দত্তর পরিবর্তে হয়ে গিয়েছে কুত্তা। এমনই ছবি ধরা পড়ল বাঁকুড়া-২ ব্লকে। এরপরই দুয়ারে সরকার ক্যাম্পে‌ গিয়ে ঘেউ ঘেউ রব তুলে প্রতিবাদ জানালেন ব্যক্তি। রাস্তায় জয়েন্ট বিডিওর গাড়ি আটকে প্রতিবাদ জানান। সেই ঘটনার পর ক্যাম্পে গিয়ে অন্যান্য কর্মী এবং আধিকারিককে নির্দেশ দেন, অবিলম্বে ভ্রম সংশোধন করার। প্রতিবাদে কাজ হয়েছে। সূত্রের খবর, ওই ঘটনার পরের দিনই সংশোধিত রেশন কার্ড পেয়েছেন শ্রীকান্ত। ঘটনার ভিডিও ছড়িয়ে পড়েছে সামাজিক মাধ্যমে। প্রশ্ন উঠছে, কোন যোগ্যতায় তথাকথিত সরকারি কর্মীরা দায়িত্ব নিয়ে কাজ করছেন।

About The Author