গণধ/র্ষ/ণ নয়, ধ/র্ষ/ক একজনই! দুর্গাপুরকাণ্ডে সহপাঠীর ভূমিকায় প্রশ্ন

দুর্গাপুরের বেসরকারি মেডিক্যাল কলেজে ওড়িশার তরুণীকে ধর্ষণের ঘটনায় নতুন মোড়! পুলিশ জানিয়েছে, এটি গণধর্ষণ নয়—ধর্ষক একজনই। নির্যাতিতার গোপন জবানবন্দি ও ঘটনাস্থলে পুনর্গঠন করে এই প্রাথমিক সিদ্ধান্তে পৌঁছেছে তদন্তকারী দল।

তবে প্রশ্ন উঠছে নির্যাতিতার সহপাঠী ওয়াসিফ আলির ভূমিকা নিয়ে। ঘটনার রাতে তিনিই নির্যাতিতার সঙ্গে ক্যাম্পাসের বাইরে গিয়েছিলেন। পরে তাঁকেও গ্রেফতার করা হয়। পুলিশ জানিয়েছে, ওয়াসিফ তদন্তে সহযোগিতা করলেও বারবার বিভ্রান্তিকর তথ্য দিয়েছেন।

জানা গেছে, তিনিই প্রথমে নির্যাতিতার শ্লীলতাহানির চেষ্টা করেন, যা নির্যাতিতা নিজে আড়াল করার চেষ্টা করেছেন। ফলে তদন্তে অসঙ্গতি দেখা দিয়েছে।

ঘটনার পুনর্গঠন করা হয়েছে আইকিউ সিটি হাসপাতালের পিছনের জঙ্গলে। ধৃতদের পোশাক বাজেয়াপ্ত করে ফরেনসিক পরীক্ষার জন্য পাঠানো হয়েছে। ডিএনএ নমুনাও সংগ্রহ করা হয়েছে।

পুলিশ কমিশনার সুনীল চৌধুরী জানিয়েছেন, “ধর্ষক একজন হলেও বাকিদের ভূমিকা খতিয়ে দেখা হচ্ছে। সহপাঠীর ভূমিকাও প্রশ্নাতীত নয়”।

About The Author