অসুর রূপে ট্রাম্প, বধ করছেন দেবী দুর্গা! বহরমপুরে দুর্গাপুজোয় রাজনৈতিক বার্তা

বহরমপুর: দুর্গাপুজোর আবহে রাজনৈতিক বার্তা! মুর্শিদাবাদের বহরমপুরে দুর্গাপুজোর মণ্ডপে অসুররূপে দেখা গেল মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পকে। খাগড়া শ্মশানঘাট দুর্গাপুজো কমিটির এই ব্যতিক্রমী সিদ্ধান্ত ইতিমধ্যেই সমাজমাধ্যমে আলোচনার কেন্দ্রে।

পুজো কমিটির তরফে জানানো হয়েছে, প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর সঙ্গে ট্রাম্পের ‘বন্ধুত্ব’ ছিল, কিন্তু পরে ট্রাম্প ভারতের উপর ৫০% শুল্ক আরোপ করেন, ভিসা নীতিতে কড়াকড়ি আনেন—যা বিশ্বাসঘাতকতার প্রতীক বলেই তাঁকে অসুররূপে দেখানো হয়েছে। স্থানীয় শিল্পী অসীম পাল এই প্রতিমাটি তৈরি করেছেন।

বহরমপুর পুরসভার চেয়ারম্যান নারুগোপাল মুখোপাধ্যায়ের উপস্থিতিতে প্রতিমার উদ্বোধন হয়। উদ্বোধনের পর থেকেই ট্রাম্পের মুখাবয়বে গড়া অসুর প্রতিমা দর্শনার্থীদের কৌতূহলের কেন্দ্রে।

এই প্রতিমা শুধু শিল্প নয়, রাজনৈতিক প্রতিক্রিয়াও। পুজোর মণ্ডপে দেবী দুর্গার হাতে ট্রাম্পের বধ যেন এক প্রতীকী প্রতিবাদ, যা বর্তমান আন্তর্জাতিক সম্পর্ক ও রাজনৈতিক বাস্তবতাকে ছুঁয়ে যায়।

About The Author