পুজোর আগে খারাপ খবর শোনাল হাওয়া অফিস৷ আবহাওয়া দপ্তরের পূর্বাভাস অনুযায়ী, বৃষ্টিতে ভাসতে চলেছে এবারের দুর্গাপুজো। মহালয়া থেকে লক্ষ্মীপুজো পর্যন্ত বৃষ্টির সম্ভাবনা রয়েছে। স্বাভাবিকের থেকে বেশি বৃষ্টি হবে উত্তর এবং দক্ষিণবঙ্গে।
এদিকে, এখন থেকেই জোর বৃষ্টি চলছে উত্তরের জেলা গুলিতে। অক্টোবর মাসের শুরুতে বৃষ্টি কমে ফের বাড়তে পারে। লক্ষ্মীপুজো কেটে যাওয়ার পর অক্টোবরের ১৫ তারিখ থেকে বৃষ্টি কমতে পারে।
দিল্লির মৌসম ভবন সূত্রে জানা গিয়েছে, রাজ্যে সেপ্টেম্বরের শেষ দিকে বৃষ্টি কমলেও অক্টোবর মাসের প্রথম সপ্তাহ থেকেই বৃষ্টি বাড়ার সম্ভাবনা রয়েছে। অক্টোবর মাসের মাঝামাঝি পর্যন্ত হালকা মাঝারি থেকে কখনও ভারী বৃষ্টির সতর্কতা রয়েছে। অক্টোবর মাসের ১৫ তারিখের পর বৃষ্টি কমতে পারে বলে জানা গিয়েছে। তার পর থেকে ধীরে ধীরে বর্ষা বিদায় নেবে বলে খবর।